টোকিও অলিম্পিকে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৬ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকে বাড়ছে করোনা রোগীর সংখ্যা

জাপানের টোকিও শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস ২০২০। প্রতিদিনই নতুন করে এই গেমসের সাথে জড়িতরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আয়োজক, কর্মকর্তা, কোচ থেকে শুরু করে খেলোয়াড়রাও আক্রান্ত হচ্ছে কোভিডে। সর্বশেষ তথ্য অনুযায়ী, টোকিও অলিম্পিকে এখন পর্যন্ত ১৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর তথ্য অনুযায়ী, রোববার (২৫ জুলাই) অলিম্পিকে নতুন করে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০ জন। মোট আক্রান্ত ১৩৭ জনের মধ্যে অ্যাথলেট রয়েছে ২৬ জন। যার মধ্যে বর্তমানে জাপানে অবস্থান করছেন ১৩ জন। জাপান ছেড়ে গেছেন ১২ জন। আর একজনের বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, টোকিও মেট্রোপলিটন গভর্মেন্ট জানায় অলিম্পিকের শহর টোকিওতে রোববার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৭৬৩ জন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

টোকিও অলিম্পিকে প্রথম জয় পেলো আর্জেন্টিনা

জরিমানার কবলে আবাহনী-মোহামেডান

জরিমানার কবলে আবাহনী-মোহামেডান

আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের গোল শূন্য ড্র

আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের গোল শূন্য ড্র

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়

স্পেন খেলোয়াড়কে হকিস্টিক দিয়ে মারলেন আর্জেন্টাইন খেলোয়াড়