চলে গেলেন প্রবীণতম টেস্ট ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৪ এএম, ০৮ সেপ্টেম্বর ২০২১
চলে গেলেন প্রবীণতম টেস্ট ক্রিকেটার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার জন ওয়াটকিন্স। সোমবার (৩ সেপ্টেম্বর) করোনায় আক্রান্ত হওয়ার ১০দিন পর দক্ষিণ আফ্রিকার ডারবানে না ফেরার দেশের পাড়ি জমান তিনি।

এতদিন টেস্ট খেলা ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক হিসেবে বেঁচে ছিলেন ওয়াটকিন্স। তবে ৯৮ বছর বয়সে মরণব্যাধি করোনার কাছে হেরে যান তিনি।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে। বেশ কয়েকদিন ধরে ওয়াটকিন্সের শরীরের অবস্থা খারাপ বলে জানিয়েছিল সংস্থাটি।

১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ওয়াটকিন্সের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। এরপর ১৯৫৭ সাল পর্যন্ত প্রোটিয়াদের হয়ে ১৫টি টেস্টে মাঠে নামেন সাবেক এই অলরাউন্ডার।

টেস্ট ক্যারিয়ারে ব্যাট হাতে তিনটি ফিফটির সাহায্যে ৬১২ রান সংগ্রহ করেছিলেন ওয়াটকিন্স। এছাড়া বল হাতে ২৯টি উইকেটও শিকার করেছিলেন ডানহাতি এই পেসার।

অসামান্য বোলিংয়ে ১.৭৪ ইকোনোমি রেখে তার ক্রিকেট ক্যারিয়ার শেষ করেছিলেন ওয়াটকিন্স। যা টেস্ট ইতিহাসে একজন ক্রিকেটারের সবচেয়ে কম ইকোনোমি রেটের তালিকায় ষষ্ঠতম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

৪০ বছর কোমায় থাকার পর মারা গেলেন এডামস

৪০ বছর কোমায় থাকার পর মারা গেলেন এডামস

গ্রেফতার ‌‘এড়াতে’ দ্রুতই দেশে ফিরেছে মেসিরা!

গ্রেফতার ‌‘এড়াতে’ দ্রুতই দেশে ফিরেছে মেসিরা!

তালেবানের ‘ভয়ে’ আফগানিস্তান ছাড়তে চায় ‘প্লাস্টিক মেসি’

তালেবানের ‘ভয়ে’ আফগানিস্তান ছাড়তে চায় ‘প্লাস্টিক মেসি’

এবার গ্রেফতার ‌‘জারভো ৬৯’

এবার গ্রেফতার ‌‘জারভো ৬৯’