আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ১৫ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৫ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৮৮ : ভারতীয় স্পিনার নরেন্দ্র হিরওয়ানির জন্মদিন। অভিষেক টেস্টেই ১৬ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। তবে জাতীয় দলে কখনই নিয়মিত হতে পারেননি হিরওয়ানি।

১৮৯৫ : অ্যালব্রাট ট্রটের জন্মদিন। অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুই দেশের হয়েই টেস্ট ক্রিকেট খেলেছিলেন অ্যালব্রাট ট্রট।

১৯৩০ : ক্যারিবিয়ান কিংবদন্তি ব্যাটার জর্জ হ্যাডলির জন্মদিন। অভিষেক ইনিংসে ২১ রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করেছিলেন এ ব্যাটার। তার ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো হারের লজ্জা থেকে বেঁচে যায় ওয়েস্ট ইন্ডিজ।

১৯৫৯ : অ্যাশেজের ইতিহাসে সবচেয়ে ধীরগতির সেঞ্চুরি করেছিলেন কলিন কওড্রে। ৩৬২ মিনিট ব্যাট করে এ রেকর্ড গড়েন তিনি। পরে অবশ্য ৩২ মিনিট সময় বেশি ব্যাটিং করে এ রেকর্ড ভাঙেন বব উলমার।

১৯৭৮ : ইংলিশ পেসার রায়ান সাইডবটনের জন্মদিন।

২০০২ : গল টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৪০০ উইকেট শিকারের কীর্তি গড়েন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ১১ জানুয়ারি