আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৯ এএম, ২৬ জানুয়ারি ২০২২
আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৫ জানুয়ারি

ক্রীড়াবিশ্বে প্রতিদিনই ঘটে কোনো না কোনো উল্লেখ্যযোগ্য ঘটনা। ঘটনা মনে থাকলেও সময় কিংবা তারিখ মনে রাখাটা কষ্টকর। ক্রীড়া বিশ্বে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো স্মরণ করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। এক নজরে দেখে নিন ক্রীড়াবিশ্বে আজকের দিনে কি ঘটেছিল।

১৯৮৮ : রাহুল দ্রাবিড়ের বিদায়ের পর ভারতের টেস্ট ব্যাটিং লাইন আপের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা। তার জন্মদিন।

১৯৯১ : যমজ ভাই হলেও পাঁচ বছরের ব্যবধানে টেস্ট ক্রিকেটে পা রাখেন মার্ক ওয়াহ এবং স্টিভ ওয়াহ। স্টিভের টেস্ট অভিষেকের পাঁচ বছর পর এই দিনে অ্যাশেজ দিয়ে টেস্ট ক্রিকেটে নাম লেখান মার্ক।

১৯৫৭ : কিংসমেডে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে টানা ১৩৭ বল ডট দিয়েছিলেন প্রোটিয়া পেসার হিউজ টাইফিল্ড।

১৯৭৬ : টেস্ট ক্রিকেটে পা রাখেন লালা অমরনাথের ছেলে সুরিন্দার অমরনাথ। নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে টেস্ট অভিষেক তার। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছিলেন সুরিন্দার। এই টেস্টে ১২৪ রানের ইনিংস খেলেন তার ভাই মহিন্দার অমরনাথ। শেষ ম্যাচটি ৮ উইকেটে জিতে নেয় ভারত।

১৯৫২ : অজি ক্রিকেটার রিচি বেনাউদের অভিষেক।

১৮৭৯ : প্রোটিয়া ক্রিকেটার ডেভ নার্সের জন্মদিন। মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। প্রোটিয়াদের হয়ে টানা ৪৫ টেস্ট খেলে বিদায় নেন তিনি। ৫৭ বছর বয়স পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছিলেন নার্স।

১৯৮৫ : অকলান্ডের নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে নাম লেখান পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

২০০৮ : ডিসমিসালের রেকর্ডে মার্ক বাউচারকে ছাড়িয়ে যান অ্যাডাম গ্রিলক্রিস্ট। এদিনের পরেই ক্রিকেটকে বিদায় জানান গ্রিলক্রিস্ট। পরে অবশ্য রেকর্ড আবারও নিজের করে নেন বাউচার।

১৯০৬ : প্রোটিয়া অলরাউন্ডার ডেইনস মরকেলের জন্মদিন। অভিষেকের অসময় দারুণ প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভগ্ন স্বাস্থ্যের জন্য তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি।

১৯৮৬ : বাংলাদেশের বাঁহাতি ওপেনার শাহরিয়ার নাফিসের জন্মদিন।

১৯৭৭ : পাকিস্তানের বিপক্ষে ৬২ রানে ৮ উইকেট শিকার করেন ফিজির বোলার পিটার মুসপ্রাত। যদিও সেটা একটা প্রীতি ম্যাচ ছিল।

১৮৮২ : নারী ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ভার্জিনা উলফসের জন্মদিন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৪ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২৩ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২২ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি

আজকের দিনে ক্রীড়াবিশ্ব II ২১ জানুয়ারি