‘বিশ্বকাপ’ খেলতে ফ্রান্স গেল বাংলাদেশ আরচ্যারি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৯ জুন ২০২২
‘বিশ্বকাপ’ খেলতে ফ্রান্স গেল বাংলাদেশ আরচ্যারি দল

আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২২, স্টেজ-৩-তে অংশগ্রহণের জন্য ফ্রান্সের উদ্দেশে ঢাকা ছেড়েছে ১০ সদস্যের বাংলাদেশ জাতীয় আরচ্যারী দল। রোববার (১৯ জুন) বিকেলে ইতিহাদ এয়ারওয়েজে ফ্রান্সের উদ্দেশে দলটি ঢাকা ত্যাগ করে।

ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ আরচ্যারি দল রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ পুরুষ দলগত এবং রিকার্ভ নারী একক, রিকার্ভ নারী দলগত ও রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। দশ সদস্যের দলে- একজন ম্যানেজার, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি একজন, প্রশিক্ষক একজন এবং আরচ্যার পুরুষ দলের চারজন ও নারী দলে তিনজন রয়েছেন।

চলতি মাসের ২১ তারিখ থেকে ২৬ জুন পর্যন্ত ফ্রান্সের প্যারিসে ‘আরচ্যারি ওয়ার্ল্ড কাপ-২০২২, স্টেজ-৩’ অনুষ্ঠিত হবে। ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল প্র্যাকটিস, ইনস্ট্রুমেন্ট ইন্সপেকশন ও কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা ২১ জুন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আরচ্যারি দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে সিটি গ্রুপ।

ফ্রান্স যাওয়া বাংলাদেশ আরচ্যারি দল
দলীয় কর্মকর্তা মো. রশিদুজ্জামান সেরনিয়াবাত (টিম ম্যানেজার); রুবাইয়াত আহমেদ (স্পন্সর প্রতিনিধি); মার্টিন ফ্রেডারিক (প্রশিক্ষক)।

আরচ্যার রিকার্ভ পুরুষ- মো. রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল, আব্দুর রহমান আলিফ, মো. সাগর ইসলাম।

আরচ্যার রিকার্ভ নারী- দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে পুলিশের আধিপত্য

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপে পুলিশের আধিপত্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’

‘আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফল এ পদক’