আর্চারি বিশ্বকাপে দলগত ইভেন্ট থেকে বাদ বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৩ জুন ২০২২
আর্চারি বিশ্বকাপে দলগত ইভেন্ট থেকে বাদ বাংলাদেশ

দাপুটে জয়ে এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ দারুণভাবেই পার করেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে রিকার্ভ দলগত ইভেন্টের পুরুষদের বিভাগে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশ। এমনকি নারীদের দলগত বিভাগে ছিটকে পড়েছে বাংলাদেশ।

ফ্রান্সের প্যারিসে আর্চার বিশ্বকাপের পুরুষ বিভাগের নক আউট পর্বের প্রথম ধাপে গ্রেট ব্রিটেনের বিপক্ষে ৬-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোনো পাত্তাই পায় তারা।

রোমান সানা-সাগর ইসলাম-হাকিম আহমেদ রুবেলদের নিয়ে গড়া বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে ৬-০ সেটে।

মেয়েদের বিভাগেও একই দশা ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ ৪-৪ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ২৬-২৫ ব্যবধানে জিতে প্রথম ধাপের বাধা পেরোয় বাংলাদেশ।

কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে পেরে উঠেনি দিয়া সিদ্দিকী-ফাহমিদা সুলতানা-নাসরিন আক্তারদের নিয়ে গড়া দল। প্রতিপক্ষ চাইনিজ তাইপের কাছে ৬-২ সেট পয়েন্টে।

 

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপ আর্চারিতে বাংলাদেশের দারুণ শুরু

বিশ্বকাপ আর্চারিতে বাংলাদেশের দারুণ শুরু

অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

অধরাই রইলো সোনা, আর্চারিতে আবারও রৌপ্য

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

ভারতকে হারিয়ে দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য

দিয়া-নাসরিনের হাত ধরে বাংলাদেশের স্বর্ণ-রৌপ্য