গ্যালারির সুইমিং পুলে বিয়ের প্রস্তাব, অতপর..

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ এএম, ২৬ নভেম্বর ২০১৭
গ্যালারির সুইমিং পুলে বিয়ের প্রস্তাব, অতপর..

গাব্বায় আর কত কী হবে? অ্যাশেজের প্রথম দিন তো সেখানকার গ্যালারিতে সুইমিং পুল নিয়ে চর্চায় সরগরম ছিল ক্রিকেট বিশ্ব। দ্বিতীয় দিন ঘটলো আর এক কাণ্ড।

টপ অর্ডারে ধস নামায় অধিনায়ক স্টিভ স্মিথ যখন অস্ট্রেলিয়াকে টেনে তোলার জন্য মাঠে লড়াই করছিলেন, তখন সেই বহুচর্চিত সুইমিং পুলে সম্পুর্ণ উল্টো এক ছবি। পরণে সুইমিং কস্টিউম ও গালে জাতীয় পতাকার সবুজ হলুদ রঙ মাখা এক অস্ট্রেলীয় তরুণ তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাবই দিয়ে বসেন।

ক্রিকেট ইতিহাসের সেরা দ্বৈরথ দর্শনের সঙ্গে বিলাসবহুল নীলাভ সুইমিং পুলের রোমান্টিকতায় নিজেকে ধরে রাখতে পারেননি ওই তরুণ। আকস্মিক এই ঘটনায় অভিভূত প্রেমিকাই বা কী করেন, তিনিও প্রেমিকের এক কথায় রাজি।
Gabba-Studium

রব উঠল গাব্বার গ্যালারিতে। চিত্রসাংবাদিকদের অনেকের লেন্সের দিকবদলও হয়ে গেল এক নিমেষে। তবে চার, ছয় বা আউটের জন্য নয়। বরং দুই হৃদয়ের মিলনের মুহূর্তের সাক্ষী হয়ে। ক্রিকেট মাঠে এমন ঘটনা সচরাচর ঘটে না যে।

গ্যালারিতে যখন রোমান্সের রসে ডুবে সবাই, মাঠে তখন লড়াইয়ে ব্যস্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ইংল্যান্ড ৩০২ তোলার পরে অস্ট্রেলিয়া অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৬৫-৪। ১৩৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যাচ্ছেন স্মিথ (৬৪)। সঙ্গে শন মার্শ (৪৪)। অস্ট্রেলিয়াকে এই চাপ থেকে তিনি বার করে আনতে পারবেন?


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটের জানা-অজানা

ক্রিকেটের জানা-অজানা

ক্যান্সারের গল্প শোনালেন যুবরাজ

ক্যান্সারের গল্প শোনালেন যুবরাজ

টাইগার উডসকে নিয়ে মিয়া খালিফা বিতর্কিত মন্তব্য

টাইগার উডসকে নিয়ে মিয়া খালিফা বিতর্কিত মন্তব্য

সিলেট স্টেডিয়ামে মুগ্ধ পাইলট

সিলেট স্টেডিয়ামে মুগ্ধ পাইলট