দেশের যুব সংগঠনকে সোয়া কোটি টাকা দিচ্ছে সরকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮
দেশের যুব সংগঠনকে সোয়া কোটি টাকা দিচ্ছে সরকার

চলতি অর্থবছরে যুব কল্যাণ তহবিল থেকে সারাদেশে ৫৮৪টি যুব সংগঠনকে এক কোটি ২০ লাখ টাকা অনুদান দিচ্ছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে যুব কল্যাণ তহবিলের ৪০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, প্রতি জেলায় সর্বোত্তম সংগঠনকে ২৫ হাজার এবং বাঁকি সংগঠনগুলোকে ২০ হাজার টাকা করে অনুদানের অর্থ প্রদান করা হবে। সংগঠনগুলোর প্রকল্প ভিত্তিক জনকল্যাণ কাজের স্বীকৃতি হিসেবে অনুদানের পরিমাণ বৃদ্ধি করা হবে।

সভায় চলতি অর্থ বছরের (২০১৮-১৯) প্রস্তাবিত ১ কোটি ৯৮ লাখ ৫শ’ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ড. মিহির কান্তি মজুমদার, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুজ্জামান, স্যার উইলিয়াম বেভারেজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল (অব) জীবন কানাই দাস এবং অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্টার অনার্স বাংলাদেশের সভানেত্রী মৌসুমী ইসলাম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ফোন করে তামিমের খোঁজ নিলেন শেখ হাসিনা

ফোন করে তামিমের খোঁজ নিলেন শেখ হাসিনা

ক্রীড়ার মাধ্যমে দেশকে তুলে ধরতে হবে

ক্রীড়ার মাধ্যমে দেশকে তুলে ধরতে হবে

কানাডা ওপেনে বাংলাদেশের স্বর্ণ জয়

কানাডা ওপেনে বাংলাদেশের স্বর্ণ জয়

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার

সাবেক তিন খেলোয়াড়কে প্রধানমন্ত্রীর ফ্ল্যাট উপহার