যাত্রা শুরু করলো কান্ট্রি গেমস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ পিএম, ০৪ নভেম্বর ২০১৮
যাত্রা শুরু করলো কান্ট্রি গেমস

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গ্রামীণ খেলাধুলার সংগঠন ‘বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন’। রোবাবার সকালে রাজধানীর অলিম্পিক ভবনের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘোষণা করেন সভাপতি বিশিষ্ট উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

গত ১০ জুন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ‘বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনকে’ অনুমোদন দেয় এবং এবং ১ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করা হয়।

শাইখ সিরাজ বলেন, বিলুপ্ত ও বিপন্ন দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী নিয়মিত অনুশীলনের মধ্যে আনাই অ্যাসোসিয়েশনের অন্যতম লক্ষ্য। বিশেষ করে দেশীয় খেলার ইতিহাস সংগ্রহ, শারিরীক, সামাজিক ও পারিপার্শ্বিক উপযোগিতা নির্ণয় করে দেশব্যাপী অনুশীলন চালু রাখার উদ্যোগ নেয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের এক বছরের কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিতে হাতে নেয়া গ্রামীণ বিভিন্ন খেলাধুলার বিবরণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রবীণ ক্রীড়া সাংবাদিক মো. কামরুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নূরুল হাসান ফরিদী, আদিত্য শাহীন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ।


শেয়ার করুন :


আরও পড়ুন

রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে তৈরি হচ্ছে ‘শিশু অঞ্চল’

রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে তৈরি হচ্ছে ‘শিশু অঞ্চল’

কুদ্দুস স্মৃতি ফুটবল টুর্মামেন্টে ঢাকা চ্যাম্পিয়ান

কুদ্দুস স্মৃতি ফুটবল টুর্মামেন্টে ঢাকা চ্যাম্পিয়ান

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ

ঢাকায় শুরু হচ্ছে জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ

শুরু হলো শেরপুর জেলা ফুটবল লিগ

শুরু হলো শেরপুর জেলা ফুটবল লিগ