বিএসজেএ-কুল মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ এএম, ০৬ অক্টোবর ২০১৯
বিএসজেএ-কুল মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউন

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শিরোপা জিতেছে ঢাকা ট্রিবিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের (বাফুফে) আটিফিশিয়াল টার্ফে শনিবার অনুষ্ঠিত ফাইনালে টাই ব্রেকারে দৈনিক সমকালকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোন দলই গোল করা না পারলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২৪টি গণমাধ্যম হাউজকে নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ম্যাচ এবং টুর্নমেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন। এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতার পুরস্কার পেয়েছেন জাগো নিউজ২৪ এর মনিরুজ্জামান উজ্জ্বল। তিনি মোট ৭টি গোল করেছেন। ফেয়ার প্লে ট্রফি পায় দীপ্ত টিভি।

চ্যাম্পিয়ন হিসেবে ঢাকা ট্রিবিউনকে ৩০ হাজার টাকাসহ একটি ট্রফি এবং রানার্সআপ হিসেবে সমকালকে ১৫ হাজার টাকাসহ একটি সুসজ্জিত ট্রফি প্রদান করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্কয়ার টয়লেট্রিজের মার্কেটিং ম্যানেজার ফজলে মাওলা রনি, বাফুফে সাধারণ সম্পাদত আবু নাইম সোহাগ, বিএসজেএ প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক সভাপতি মঞ্জুরুল হক, কর্তমান সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় স্টোকস

আলিসা হিলির বিশ্বরেকর্ড

আলিসা হিলির বিশ্বরেকর্ড

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

মিডিয়া কাপ ফুটবলে তিন নারী রেফারি

কোচিং পেশায় যুক্ত হতে চান আফ্রিদি

কোচিং পেশায় যুক্ত হতে চান আফ্রিদি