বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৭ এএম, ০৪ নভেম্বর ২০১৯
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথমবারের মতো ভারতের বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রোববার ভারতের রাজধানী নয়াদিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে টি-২০তে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে জয়লাভ করে টাইগাররা রেকর্ড সৃষ্টি করেছে। সাকিব-তামিমেকে ছাড়াই দুর্দান্ত খেলেছে বাংলাদেশে ক্রিকেট দল।

এক বার্তায় রাষ্ট্রপতি ভারতকে পরাজিত করার জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।

অন্যদিকে এক বার্তায় ক্রিকেট অনুরাগী প্রধানমন্ত্রী ভারতকে পরাজিত করার জন্য জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের খেলোয়াড়দের টিম স্প্রিট ও তাদের অসাধারণ নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও সকল স্তরের টাইগার ভক্তরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এক অভিনন্দন বার্তায় বলেছেন, ‘সফরে টি-২০ সিরিজের ১ম ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করে ভারতকে পরাজিত করায় দেশবাসীর সাথে আমিও আনন্দিত এবং গর্বিত।’

তিনি আরও বলেন, এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলেই আমি আশা করি। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।

মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের লড়াকু ইনিংসের প্রশাংসা করেছেন এবং তাকে বিশেষ ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন
প্রতিমন্ত্রী।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে বাংলাদেশের ঐতিহাসিক জয়

হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

ভারতকে হোয়াইটওয়াশ করলে উন্নতি, বিপরীতে বাংলাদেশের অবনতি

ভারতকে হোয়াইটওয়াশ করলে উন্নতি, বিপরীতে বাংলাদেশের অবনতি

প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট

প্রথম বোলার হিসেবে রাজ্জাকের ৬শ’ উইকেট