ভারতকে হোয়াইটওয়াশ করলে উন্নতি, বিপরীতে বাংলাদেশের অবনতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০২ নভেম্বর ২০১৯
ভারতকে হোয়াইটওয়াশ করলে উন্নতি, বিপরীতে বাংলাদেশের অবনতি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে লড়বে বাংলাদেশ-ভারত। সিরিজের ভারতকে হোয়াইটওয়াশ করতে পারলে র‌্যাংকিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে ভারত। নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ভারতের রেটিং ২৬১ এবং বাংলাদেশের ২২৪।সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করলে র‌্যাংকিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। অন্যদিকে ভারতের কাছে হোয়াইটওয়াশ হলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবনতি হবে।

ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং হবে ২৩৫। বর্তমানে ২৩৫ রেটিং নিয়ে অষ্টমস্থানে আফগানিস্তান। রেটিং সমান হলেও তখন ভগ্নাংশের হিসেবে এগিয়ে থেকে অষ্টমস্থানে উঠবে বাংলাদেশ।

অন্যদিকে ভারতের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারলে র‌্যাংকিংয়ে দশম স্থানে নেমে যাবে টাইগাররা। হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং হবে ২২৩। বর্তমানে ২২৪ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তখন ওয়েস্ট ইন্ডিজ ওঠে আসবে নবমস্থানে।

এছাড়া ২-১, ১-০ ব্যবধানে জিতলে বা ঐ ব্যবধানে হারলে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থানের কোন পরির্তন হবে না। অপরদিকে, বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র‌্যাংকিংয়ে তৃতীয়স্থানে উঠবে ভারত। তখন ভারতের রেটিং হবে ২৬২।

ভারতের সমান রেটিং হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ারও। তবে রেটিং সমান হলেও ভগ্নাংশের হিসেবে তৃতীয়স্থানে থাকবে ভারত। তবে ২-১, ২-০ বা ১-০ ব্যবধানে বাংলাদেশকে হারালেও পঞ্চম স্থানেই থাকবে ভারত।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে : ডোমিঙ্গো

সাকিবের অনুপস্থিতি দলে প্রভাব ফেলবে : ডোমিঙ্গো

বাংলাদেশের বিপক্ষে কোহলি না থাকায় রোহিতের দারুণ সুযোগ

বাংলাদেশের বিপক্ষে কোহলি না থাকায় রোহিতের দারুণ সুযোগ

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

নিষেধাজ্ঞার চারদিন পর মুখ খুললেন সাকিব

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত

ইডেন টেস্টের জন্য ৭২টি গোলাপী বল বানাচ্ছে ভারত