হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৩ পিএম, ০৩ নভেম্বর ২০১৯
হাজারতম টি-২০ ম্যাচ খেলে ইতিহাসে বাংলাদেশ-ভারত

টেস্ট বা ওয়ানডে ক্রিকেটের বিবেচনায় টি-২০ ক্রিকেটের শুরুটা খুব বেশি দিনের নয়। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয় ক্রিকেটের এ সংক্ষিপ্ততম ভার্সনের। জনপ্রিয়তার তুঙ্গে এখন টি-২০ ক্রিকেট। দর্শকদের বিপুল উপস্থিতি ও উত্তেজনা এ ক্রিকেটকে দিয়েছে নতুন মাত্রা। আজ রোবাবর (৩ নভেম্বর) সেই জনপ্রিয়তার তুঙ্গে থাকা ক্রিকেটের হাজারতম ম্যাচে অংশ নিয়ে ইতিহাসের অংশ হলো ভারত-বাংলাদেশ।

এ ম্যাচটির আগেই একই দিন আরও দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। প্রথমটি ওয়েলংটনে। পরেরটি সিডনিতে। আর ইতিহাসে পা রাখা ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। অকল্যান্ডেরটি ছিল আজকের দিনে সবার আগে শুরু হওয়া ম্যাচ। যে কারণে সেটি টি-২০ ক্রিকেটের ইতিহাসে ৯৯৮তম ম্যাচের আসনে ঠাঁই নিয়েছে। ওই ম্যাচে ইংল্যান্ডকে ২১ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।

এরপর সিডনিতে শুরু হয় অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যকার টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। যেটির ক্রম অনুসারে ৯৯৯তম ম্যাচ হিসেবে জায়গা পেয়েছে। এর পরই দিল্লিতে শুরু হয় ভারত-বনাম বাংলাদেশের মধ্যকার হাজারতম ম্যাচটি। টস জিতে ওই ম্যাচে ফিল্ডিং নেয় মাহমুদউল্লাহ রিয়াদ।

ক্রিকেটের আদিমতম খেলা হচ্ছে টেস্ট। আর ওই টেস্ট ক্রিকেটের হাজারতম ম্যাচটি দেখতে অপেক্ষা করতে হয়েছে ১০৭ বছর। ১৮৭৭ সালে অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ। আর এর হাজারতম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ১৯৮৪ সালে। পাকিস্তানের হায়দরাবাদে ওই ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মোকাবেল করেছিল নিউজিল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয় ১৯৭১ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। এ ভার্সনের ১০০০তম ম্যাচটি অনুষ্ঠিত হতে সময় লেগেছে ২৪ বছর। ১৯৯৫ সালে নটিংহামে হাজারতম ওয়ানডে ম্যাচে অংশ নেয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর আজকের (রোববার) হাজারতম টি-২০ ম্যাচটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমে এ ইতিহাসের সঙ্গী হলো বাংলাদেশ।


শেয়ার করুন :