অসহায় মানুষের পাশে নারী ক্রিকেটার পান্না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০
অসহায় মানুষের পাশে নারী ক্রিকেটার পান্না

করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। এবার অসহায়-দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়ালেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় পান্না ঘোষ। রাজশাহীতে নিজ বাসার আশে-পাশে ২শ’ পরিবারের হাতে খাদ্যসহ প্রয়োজনীয় সামগ্রী দিয়েছেন পান্না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করে পান্না লিখেছেন, ‘এখন পরিস্থিতি মোটেও ভালো নয়। কেউ কাজের জন্য বাইরে বের হতে পারছে না। এই দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে আমরা যেন সচেতন হই। আমাদের সবার সচেতনতা এই ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করতে পারে।’

পান্না ঘোষের পাশাপাশি অসহায়-দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস বোলিং অলরাউন্ডার জাহানারা আলম, সালমাসহ আরও অনেকে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত ২৮টি ওয়ানডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় অঙ্কের  ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা

বড় অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছেন পেরেরা

মাহমুদউল্লাহ এখন দুই পুত্রের বাবা

মাহমুদউল্লাহ এখন দুই পুত্রের বাবা

বাফুফের উদ্যোগে হাত বাড়ালেন সোহেল রানা

বাফুফের উদ্যোগে হাত বাড়ালেন সোহেল রানা

করোনাভাইরাসে মারা গেছেন পেপ গার্দিওলার মা

করোনাভাইরাসে মারা গেছেন পেপ গার্দিওলার মা