আমার ত্রাণ দিতে যেন আইডি কার্ড না চাওয়া হয় : রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২০ এপ্রিল ২০২০
আমার ত্রাণ দিতে যেন আইডি কার্ড না চাওয়া হয় : রাসেল

প্রাণঘাতী করোনাভাইরাস দেশব্যাপী ছড়িয়ে পড়ায় স্থবির হয়ে পড়েছে সকল কর্মকাণ্ড। দেশের এমন পরিস্থিতিতে কর্মহীন দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ পৌঁছে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রীর তার নিজ এলাকা গাজীপুরে মোট ৫০ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ করছেন। এসব ত্রাণ বিতরণের মাঝে প্রথম ধাপে চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ২০ পরিবারের মাঝে খাদ্রসামগ্রি বিতরণ করা হয়। এবার দ্বিতীয় ধাপে বাকি ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

দ্বিতীয় ধাপের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর বিষয়টি প্রতিমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন। সোমবার (২০ এপ্রিল) ফেসবুকে নিজের অ্যাকেউন্টে ত্রাণ সামগ্রির ছবি প্রকাশ করে এ তথ্য জানান।

জাহিদ আহসান রাসেল বলেন, দ্বিতীয় দফায় গত তিনদিন ধরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যক্তিগতভাবে এলাকার দিন মুজুর, খেটে খাওয়া মানুষজনসহ অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী প্রতি ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দদের কাছে পোঁছে দেওয়া আবার শুরু করেছি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি আবারও বলছি, আমার বরাদ্দগুলো দেওয়ার ক্ষেত্রে মানুষদের কাছে যাতে ভোটার আইডি কার্ড না চাওয়া হয়। দয়া করে যারা পাওয়ার যোগ্য এবং যাদের প্রয়োজন তাদের কেই যেন দেওয়া হয়।

ত্রাণ কার্যক্রমে গত এক মাস ধরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

নিজ উদ্যোগে নিজের নির্বাচনী এলাকার ৫০ হাজার পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রি বিতরণ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে পুরো একমাসের বেতন দান করেছেন তিনি। 

জানা গেছে, প্রতিমন্ত্রীর ত্রাণ সামগ্রির মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২ লিটার তেল, একটি সাবান এবং ২টি করে মাস্ক রয়েছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রয়োজনে সব স্টেডিয়ামে করোনা হাসপাতাল হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

আতঙ্কিত না হওয়ার পরামর্শ ক্রীড়া প্রতিমন্ত্রীর

অ্যাথলেট কামালকে ১১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

অ্যাথলেট কামালকে ১১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী