অ্যাথলেট কামালকে ১১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৮ পিএম, ০৯ মার্চ ২০২০
অ্যাথলেট কামালকে ১১ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক জাতীয় অ্যাথলেট এ. কামাল। তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ লাখ টাকা প্রদান করেছেন। এর মধ্যে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং ১ লাখ টাকার চেক প্রদান করা হয়।

সোমবার (৯ মার্চ) কামালের চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য দশ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ এক লক্ষ টাকা প্রদান করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় আমাদের খেলোয়াড়দের পাশে থাকেন। তাদের বিপদ-আপদে সহযোগিতা করেন। তার সার্বিক পৃষ্ঠপোষকতায় আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে।

এ সময় সাবেক অ্যাথলেটিক্স খেলোয়াড় অসুস্থ এ কামাল প্রধানমন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

মুজিববর্ষ ক্রিকেট : ১৮ মার্চ মঞ্চ মাতাবেন এ আর রহমান

মুজিববর্ষ ক্রিকেট : ১৮ মার্চ মঞ্চ মাতাবেন এ আর রহমান

শুরু হলো বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

শুরু হলো বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

অলিম্পিক আয়োজনের স্বত্ব হারানোর শঙ্কায় টোকিও

অলিম্পিক আয়োজনের স্বত্ব হারানোর শঙ্কায় টোকিও

বাংলাদেশ গেমসে লড়বে ১০,৬০০ ক্রীড়াবিদ, পদক ১৩৩৮

বাংলাদেশ গেমসে লড়বে ১০,৬০০ ক্রীড়াবিদ, পদক ১৩৩৮