৩২ লাখ টাকা দাম উঠেছে মুশফিকের ব্যাট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ এএম, ১০ মে ২০২০
৩২ লাখ টাকা দাম উঠেছে মুশফিকের ব্যাট

ফাইল ছবি

করোনার এই ক্রান্তিকালে নিজের অভিষেক ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার সিদ্ধান্তু নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার (৯ মে) থেকে শুরু হয়েছে ব্যাটের নিলাম৷ যার এখন পর্যন্ত মূল্য উঠেছ ৩২ লাখ ৩ টাকা।

দীর্ঘদিন ধরে নিলামের আলোচনা চললেও শনিবার (৯ মে) রাত ১০ টায় নিলামে তোলা হয় মুশফিকের শ্রীলঙ্কার বিপক্ষে করা অভিষেক ডাবল সেঞ্চুরি ব্যাটটি। নিলামে তোলার পর থেকেই পিকাবোর ওয়েবসাইটে শুরু হয় দর হাঁকানো। টানা ৫ দিন চলবে এই ব্যাটের নিলাম।

নিলামে তোলার সময় ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয় ৬ লাখ টাকা। নিলাম শুরু পর থেকে এখন পর্যন্ত ৫ বার দর হাঁকানো হয়েছে। যেখানে প্রথম বিডে দর হাঁকানো হয় ৬ লাখ ১ টাকা। এরপর দ্বিতীয় বিডে দর হাঁকানো হয় সাড়ে ৬ লাখ টাকা।

তৃতীয় বিডে এক লাফে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ২৯ লাখে। চতুর্থ বিডে দর হাঁকানো হয় ৩২ লাখ ২ টাকা। পঞ্চম বিডে ১ টাকা বাড়িয়ে দর হাঁকানো হয় ৩২ লাখ ৩ টাকা। ১ম, ২য় ও তৃতীয় বিডে নাম শো করলেও চতুর্থ ও পঞ্চম বিডে কারও নাম শো করেনি। 

একইদিনে একই সাইট থেকে নিলামে তোলা হয় আকবর আলীর বিশ্বকাপ জার্সি-গ্লাভস, মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট, নাইম শেখের ব্যাট।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

সাফ ফুটবলারদের লাইভ আড্ডায় করোনা আতঙ্ক

সাফ ফুটবলারদের লাইভ আড্ডায় করোনা আতঙ্ক

করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

চড়া দামে বিক্রি হলো আজহার আলীর ক্রিকেট স্মারক

চড়া দামে বিক্রি হলো আজহার আলীর ক্রিকেট স্মারক