মুম্বাই পুলিশের পাশে কোহলি-আনুশকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ পিএম, ১০ মে ২০২০
মুম্বাই পুলিশের পাশে কোহলি-আনুশকা

করোনার এই ক্রান্তিকাল সময়ে শুরু থেকেই অসহায় মানুষের পাশে আছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি। প্রথমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করেছেন তারা৷ এবার মুম্বাই পুলিশকে আর্থিকভাবে সাহায্য করলেন এই দম্পতি৷

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র৷ আর পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বাই পুলিশ৷ যাদের মধ্যে ইতোমধ্যেই অনেকেই প্রাণ হারিয়েছেন৷ তাই এবার মুম্বাই পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে আর্থিক সাহায্য দিলেন বিরাট ও আনুশকা৷ দু’জনেই ৫ লক্ষ টাকা করে দিয়েছেন বলে শনিবার (৯ মে) পুলিশের তরফ থেকে জানানো হয়েছে৷

মুম্বাই পুলিশ কমিশনার শনিবার ( ৯ মে) তাদের টুইটারে বিরাট ও আনুশকার আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন৷ টুইটারে এই দম্পতিকে ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে মুম্বাই পুলিশকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা করার জন্য বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের এই অসামান্য অবদান করোনাভাইরাস মোকাবেলায় প্রথম সারির সৈনিকদের কল্যাণে ব্যবহৃত হবে।’

ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে৷ প্রায় ১৯ হাজার ৬৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ এর মধ্যে রাজ্যে পুলিশের করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ বেশি৷ মারা গিয়েছে ৫ জন পুলিশ কর্মী৷ মুম্বাই শহরেই প্রচুর পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন৷ কয়েক জন মধ্য বয়স্ক পুলিশ কর্মীর মৃত্যুর পরই ৫৫ বছরের বেশি বয়স্ক পুলিশ কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

নিলামে উঠছে রফিকের স্মৃতিবিজড়িত ব্যাট

সাফ ফুটবলারদের লাইভ আড্ডায় করোনা আতঙ্ক

সাফ ফুটবলারদের লাইভ আড্ডায় করোনা আতঙ্ক

করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

করোনায় রিয়াল মাদ্রিদের আরেক সদস্যের প্রাণহানি

ফেসবুকে অফিসিয়াল পেজ খুললেন নিগার সুলতানা

ফেসবুকে অফিসিয়াল পেজ খুললেন নিগার সুলতানা