অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৬ পিএম, ১০ অক্টোবর ২০২৪
অবসরের ঘোষণা দিলেন রাফায়েল নাদাল

 

চলতি বছরের নভেম্বরে ডেভিস কাপই হবে ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের শেষ টেনিস আসর। এ মৌসুমের শেষে টেনিস থেকে অবসর নেবেন তিনি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) একটি ভিডিও বার্তায় টেনিস থেকে বিদায় নেওয়ার তথ্য জানিয়ে দিয়েছেন নাদাল। বলেন, ‍“আমি এখানে (ভিডিওতে) জানাতে এসেছি যে, আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।”

৩৮ বছর বয়সী এ টেনিস তারকা ইনজুরির কারণে গত দুই মৌসুমে খুব কমই খেলেছেন এবং গত বছর জানিয়ে দিয়েছিলেন যে তিনি ২০২৪ মৌসুমের শেষে অবসর নিতে পারেন। তার সেই ধারণা দেওয়াই এবার সত্য হলো।

অবসর বার্তায় নাদাল বলেন: ‍“আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি। বাস্তবতা হলো- আমার জন্য কঠিন কিছু বছর ছিল। বিশেষ করে গত দুটি বছর। আমি মনে করি না সীমাবদ্ধতা ছাড়া খেলতে পেরেছি।”

দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নোভাক জোকোভিচকে পেছনে ফেলে সর্বকালের দ্বিতীয়-সফলতম পুরুষ একক খেলোয়াড় হিসেবে নাদাল অবসর নিচ্ছেন। ‘কিং অফ ক্লে’ নামে পরিচিত নাদাল রেকর্ড ১৪বার ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :