ঢাকাতেও জারিফের শুভ সূচনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৩ অক্টোবর ২০২৫
ঢাকাতেও জারিফের শুভ সূচনা

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার মূল পর্বেও প্রত্যাশা অনুযায়ী প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ তারকা জারিফ আবরার। অন্যদিকে, বালিকা এককে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সুমাইয়া আক্তার ও হালিমা জাহান।

সোমবার (১৩ অক্টোবর) থেকে ঢাকাস্থ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা।

গত সপ্তাহে রাজশাহী ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন জারিফ। সাফল্যের সেই ধারাবাহিকতা ধরে রেখে তিনি ঢাকায় বালক এককের প্রথম রাউন্ডে থাইল্যান্ডের পানাওয়াতকে ৬-৩, ৬-২ গেমে সহজে হারিয়ে দিয়েছেন তিনি।

প্রতিযোগিতায় বালক একক, বালিকা একক, বালক দ্বৈত ও বালিকা দ্বৈত ইভেন্টে প্রতিদ্বন্দ্বীতা হচ্ছে। এই টুর্নামেন্টেও ভালো কিছু করার প্রত্যাশা করছেন জারিফ আবরার।

বালক এককে অবশ্য মিশ্র ফল পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শীর্ষ র‌্যাঙ্কিংয়ের খেলোয়াড় চীনের চুয়ান ডিং বাংলাদেশের মাহাদ বিন মালেককে ৬-১, ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন।

বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের অবিনাশও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। তাকে থাইল্যান্ডের দিরাপাথ ৬-৩, ৬-০ গেমে হারিয়েছে। আরেক ম্যাচে বাংলাদেশের সায়েমকে পরাজিত করেছেন থাইল্যান্ডের চানাপাথ।

বালিকা এককে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ভারতের ইয়াশিতাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সুমাইয়া আক্তার। প্রথম সেটটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হলেও সুমাইয়া ৬-৪ গেমে সেটটি জিতে নেন।

তবে দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে ৬-০ গেমে জিতে তিনি দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেন। অপর ম্যাচে আরেক বাংলাদেশি তারকা হালিমা জাহান ৬-২, ৬-৩ গেমে ভারতের সারা শেখকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :