পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মুক্তিযোদ্ধাদের বাড়িতে মাশরাফির মিষ্টি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ এএম, ২৮ অক্টোবর ২০২০
পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী মুক্তিযোদ্ধাদের বাড়িতে মাশরাফির মিষ্টি

ফাইল ফটো

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বী বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে শুভেচ্ছা উপহার হিসেবে মিষ্টি আর ফুল পাঠিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

উপহারের সাথে পাঠানো শুভেচ্ছা বার্তায় মাশরাফি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অসামান্য অবদান আজীবন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা বীর মুক্তিযোদ্ধারা, বাংলা মায়ের সূর্য সন্তান, নড়াইল জেলার অহংকার, আমাদের পথচলার অনুপ্রেরণা। আজ শুভ বিজয়ার এ মাহেন্দ্রক্ষণে আপনার প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ শুভেচ্ছা। আপনার ও আপনার পরিবারের সুস্থতা ও কল্যাণ কামনা করছি।

মাশরাফির শুভেচ্ছা উপহার নিয়ে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের নড়াইল পৌরসভার মহিষখোলার বাসভবনে যান সংসদ সদস্যের একান্ত সহকারী জামিল আহমেদ সানী ও শাকিল আহম্মেদ।

মাশরাফির শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সরকার জানান, আমাদের হীরার টুকরার এ শুভেচ্ছা উপহার পেয়ে আমরা অনেক খুশি। আর এই ভেবে ভালো লাগছে যে, এমন একজন ভালো মানুষের নেতৃত্বে আজ নড়াইল এগিয়ে চলছে। শেষ জীবনে হলেও এমনটি দেখে যেতে পেরেছি, তাই ভালো লাগছে।

লোহাগড়ার বীর মুক্তিযোদ্ধা অজয় কান্তি মজুমদার জানান, মাশরাফি আমাদের এলাকার গর্ব। সে যে সবার খবর রাখছে,সবাইকে যার যার প্রাপ্য সম্মান দিচ্ছে, এমনটাই একজন জনপ্রতিনিধির কাছে এলাকার জনগণের প্রত্যাশা থাকে। আমরা তার জন্য সবসময় আশীর্বাদ করি।

পূজার ছুটিতে নিজ জেলা নেত্রকোনা থেকে শ্বশুরবাড়ি নড়াইলে এসে বীর মুক্তিযোদ্ধা শ্বশুরের প্রতি স্থানীয় সংসদ সদস্য মাশরাফির এমন সৌজন্যতায় অভিভূত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বিজন বৈশ্য জানান, মাশরাফি যেমন করে ক্রিকেটের সোনালী যুগ এনেছিল তেমনি নড়াইলে তার নেতৃত্বে সোনালী দিনের সূচনা হচ্ছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এস এম পলাশের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এ সকল শুভেচ্ছা উপহার বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে পৌঁছে দেন। -বাসস

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সভা ‘বয়কট’

মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্ট

মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধা বদু বিজয়ী

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে মুক্তিযোদ্ধা বদু বিজয়ী

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে

সানজিদার সাথে স্ট্যাম্পগুলোও সেজেছিল হলুদ সাজে