হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:২৯ এএম, ১৪ মার্চ ২০২১
হবিগঞ্জে ২৬ দল নিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট

হবিগঞ্জে ২৬টি দল নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট হবিগঞ্জ জেলার ২২টি, সিলেটের দুটি এবং মৌলভীবাজার ও ঢাকার একটি করে দল অংশগ্রহণ করছে।

শনিবার (১৩ মার্চ) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে হবিগঞ্জের জালালাবাদ ক্রিকেট ক্লাব ও মোহনপুর নর্থ ব্রাদার্স মুখোমুখি হয়।

জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইশরাত জাহানের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য মঈন উদ্দিন তালুকদার সাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম ও মর্ডাণ গ্রুপের ফাউন্ডার চেয়ারম্যান মো. এনামুল হক।

মহজাবিন এন্টারপ্রাইজের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করছে মডার্ণ গ্রুপ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শঙ্খ শুভ্র রায়, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও মাহজাবিন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. বদরুল আলম, যুগ্ম সম্পাদক মো. শফিকুজ্জামান হিরাজ, কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী শাহেদ, সদস্য আব্দুল মোতালেব মমরাজ, মঈন মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ, জসিম উদ্দিন সুজন, মো. সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান আল রিয়াদ/হবিগঞ্জ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১২ জেলা নিয়ে কুড়িগ্রামে নারীদের ভলিবল প্রতিযোগিতা

১২ জেলা নিয়ে কুড়িগ্রামে নারীদের ভলিবল প্রতিযোগিতা

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া

শায়েস্তাগঞ্জে দাবা খেলায় চ্যাম্পিয়ন আক্কাছ মিয়া

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং কমিটি গঠন

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার রোলার স্কেটিং কমিটি গঠন

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক

অনূর্ধ্ব-১৯ দলে হবিগঞ্জের তারেক