জাতীয় স্কুল ক্রিকেট: শেরপুরের উদ্বোধনী ম্যাচে নবারুণের চমক

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০২২
জাতীয় স্কুল ক্রিকেট: শেরপুরের উদ্বোধনী ম্যাচে নবারুণের চমক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের শেরপুর জেলার উদ্বোধনী ম্যাচে মাত্র ১ উইকেটে জয় পেয়েছে নবারুণ পাবলিক। মঙ্গলবার (১২ এপ্রিল) জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টে গতবারের চ্যম্পিয়ন সরকারি ভিক্টোরিয়া একাডেমিকে তারা পরাজিত করে চমক দেখায়।

এ ম্যাচ দিয়ে জেলার স্টেডিয়াম আধুনিকায়ন এবং করোনার কারণে প্রায় ছয় বছর পর শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা মাঠে গড়ালো।

টস জিতে সররকারি ভিক্টোরিয়া একাডেমিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান নবারুণ পাবলিক স্কুলের অধিনায়ক মাহিম। ফলে নির্ধারিত ৫০ ওভারে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি। নবারুণের বোলার সনজিত ৪.৫ ওভারে ২৯ রান দিয়ে ৪টি এবং মুগ্ধ ২ ওভারে ৭ রানে ৩টি উইকেট শিকার করেন।

১১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নবারুণ পাবলিক স্কুলও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ২৭ রানে ৩ উইকেট হারানোর পর ব্যাট হাতে উইকেটে যান হাসিন জাফির। দলের বিপর্যয়ে ৪০ বলে ৮ রান করেন তিনি। এছাড়া দলের পক্ষে অধিনায়ক মাহিম ৬০ বলে ১৪ রান করে।

শেষ দিকে ২৩ বলে অপরাজিত ৯ রান করেন মিয়া। ফলে ৩৬.৫ ওভারে ৯ উইকেটে ১১৭ রান তুলে মাত্র ১ উইেকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নবারুণ পাবলিক স্কুল। ব্যাটারদের ব্যাটে রান কম হলেও দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান আসে অতিরিক্ত থেকে।

এর আগে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রধান অতিথি হিসেবে এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের উদ্বোধন করেন। এ সময় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মো. শামসুল হক, বিসিবির মিডয়িা কমিটির সদস্য মানিক দত্ত, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু, আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহকারী জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, দীর্ঘদিন পর শেরপুর স্টেডিয়ামে জাতীয় স্কুল ক্রিকেটের মাধ্যমে খেলার শুরু হলো। সামনের দিনগুলোতে শীঘ্রই প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগসহ বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

ভেন্যু সমন্বয়কারী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. খোরশেদ আলম জানান, জেলায় ৪টি স্কুল দল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য দল দুটি হলো- জি.কে.পাইলট স্কুল ও আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুল। রাউন্ড রবীন লিগ ভিত্তিতে প্রাথমিক পর্ব শেষে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে।

হাকিম বাবুল, শেরপুর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান কোর্চের সনদ পেলেন সাতক্ষীরার ইমরান

ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান কোর্চের সনদ পেলেন সাতক্ষীরার ইমরান

ব্যারিস্টার সুমনের ছোঁয়ায় পাল্টে গেছে রনির জীবন, যাচ্ছেন ব্রাজিলে

ব্যারিস্টার সুমনের ছোঁয়ায় পাল্টে গেছে রনির জীবন, যাচ্ছেন ব্রাজিলে

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়

দূরের স্টেডিয়ামে অনুশীলনে যেতে বাইসাইকেল পেল ২৫ ক্ষুদে খেলোয়াড়

বিসিবি কর্মকর্তাদের শেরপুর স্টেডিয়াম পরিদর্শন, উন্নয়নের আশ্বাস

বিসিবি কর্মকর্তাদের শেরপুর স্টেডিয়াম পরিদর্শন, উন্নয়নের আশ্বাস