জেএফএ অনূর্ধ্ব -১৪ নারী ফুটবলে বড় ব্যবধানে জয় পেয়েছে মাগুরা জেলা। বৃহস্পতিবার (৬ জুন) রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাগুরা জেলার তৃষ্ণা মন্ডলের হ্যাটট্রিকে ৬-২ গোলের বিশাল ব্যবধানে ময়মনসিংহ জেলাকে পরাজিত করে। দিনের অন্য ম্যাচটি ড্র হয়।
রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মাগুরা ও ময়মনসিংহ জেলার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে মাগুরার তৃষ্ণা মন্ডল হ্যাটট্রিক করে। দলের রিয়া দু'টি ও মিশু রাণী একটি গোল করে।
এর আগে একই মাঠে সকালে চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর জেলার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। চাঁপাইনবাবগঞ্জের পারভিন সোমা ও শায়লা একটি করে গোল করে। দিনাজপুরের বন্যা একাই দু’টি গোল করে।
মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস