ভোলাকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে সাতক্ষীরা

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১২:০৩ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫
ভোলাকে ৪-১ গোলে হারিয়ে দিয়েছে সাতক্ষীরা

জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে ভোলার বিপক্ষে বাদশার জোড়া গোলে বড় ব্যবধানে জয় পেয়েছে সাতক্ষীরা। ভোলা জেলা ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করেছে তারা।

রোববার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ এর সাতক্ষীরা বনাম ভোলার ফিরতি লেগের এই খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে ভোলা জেলা স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচটি ২-২ গোলে সমতা হয়েছিল।

খেলার প্রথমার্ধের ৭ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে ৫ নম্বার জার্সিধারী সাদ্দামের দুরপাল্লার সর্টে ১-০ গোলে এগিয়ে যায় সাতক্ষীরা জেলা ফুটবল দল। ১১তম মিনিটে ভোলা জেলা দলের ৬ নম্বার জার্সিধারী পরিতোষের অসাধারণ হেডে ১-১ গোলে সমতা ফেরে।

আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকা ম্যাচের ২৮তম মিনিটে সাতক্ষীরার শামিমের ভুল শটে নিশ্চিত এগিয়ে যাওয়া মিস করলে ১-১ গোলে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮তম মিনিট) ডি-বক্সের ভিতরে ডুকে বাদশার অসাধারণ গোলে ২-১ এগিয়ে যায় সাতক্ষীরা। এগিয়ে থেকে আক্রমণ বাড়ায় সাতক্ষীরা। ফলে ৭৫তম মিনিটে আরও এগিয়ে যায় দলটি। দলের ৯ নম্বার জার্সিধারী আল আমিনের গোলে ৩-১ এগিয়ে যায় সাতক্ষীরা।

ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে ভােলার ডি-বক্সের ভিতরে সাতক্ষীরা দলের আল আমিনকে অন্যায়ভাবে আটকালে রেফারি সরাসরি প্যালান্টির বাঁশি বাজান। প্যালান্টি থেকে সাতক্ষীরা ৪-১ গোলে এগিয়ে দেন বাদশা। বাকি সময়ে আর কোনগোল না হওয়ায় ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সাতক্ষীরা।

ম্যাচে সাতক্ষীরার মাঝ মাঠের খেলোয়াড় সাদ্দাম সেরা খেলোয়াড় নির্বাচিত হন। সাতক্ষীরা জেলা ফুটবল দলের হোম গ্রাউন্ডে প্রচুর দর্শকের উপস্থিতি খেলোয়াড়দের উজ্জীবিত করেন।

ম্যাচটির পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি শেখ ফরিদ আহমেদ। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন ইশতিয়াক আহমেদ ফাহিম ও রমজান আলী। চতুর্থ রেফারি ছিলেন মাহাবুব মোড়ল এবং ম্যাচ রেফারি ছিলেন মো. শহিদুল ইসলাম লালু।

এস এম হাবিবুল হাসান, সাতক্ষীরা/আরএস



শেয়ার করুন :