রাজশাহীতে টাইব্রেকারে নওগাঁকে হারালো বগুড়া

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২০ অক্টোবর ২০২৫
রাজশাহীতে টাইব্রেকারে নওগাঁকে হারালো বগুড়া

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে নওগাঁকে হারিয়ে দিয়েছে বগুড়া জেলা দল। ১-১ গোলে সমতায় শেষ হলে টাইব্রেকারে নওগাঁকে ৪-৩ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বগুড়া। দলের জয়ে অবদান রেখে ম্যাচ সেরা হন বগুড়ার আল আমীন।

সোমবার (২০ অক্টোবর) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নওগাঁ এবং বগুড়ার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। বিরতিতে যাওয়ার কিছুটা আগে চমৎকার এক হেডে প্রতিপক্ষ নওগাঁর জালে বল পাঠিয়ে বগুড়ার সমর্থকদের উল্লাসে ভাসান সাইদ। ফলে ১-০ এগিয়ে থেকে বিরতিতে যায় বগুড়া।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অনেকটা উজ্জীবিত হয়ে খেলে নওগাঁ। গোল পরিশোধে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত তানভীরের পা ছুঁয়ে আসে কাঙ্ক্ষিত গোলে ১-১ ব্যবধানে সমতায় ফিরে নওগাঁ।

ম্যাচের বাকি সময় আর কোন দলই গোল করতে না পারায় খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়েও কোন দলই গোল করতে না পারলে ফলফল নির্ধারণে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকারে বগুড়া ৪-৩ গোলে নওগাঁকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। বগুড়ার আল আমীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম -সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুসহ উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

মো. ফয়সাল আলম, রাজশাহী/আরএস



শেয়ার করুন :