শার্শায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উলাশী

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০১:০৪ এএম, ০৬ নভেম্বর ২০১৯
শার্শায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উলাশী

যশোরের শার্শায় নক-আউট ভিত্তিক ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলায় উলাশী ফুটবল একাদশ বাগআঁচড়া ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেছে। সোমবার বিকেলে উলাশী ইউনিয়ন পরিষদের আয়োজনে ধলদাহ তবিবর রহমান সরদার (টি আর এস) মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের এ চূড়ান্ত পর্বের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উলাশী, বাগআঁচড়া, শার্শা ইউনিয়নসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দশর্ক খেলাটি উপভোগ করেন। খেলার প্রথমার্ধের ৫ মিনিটে বাগআঁচড়া ফুটবল একাদশের নাইজেরিয়ার খেলোয়াড় জুলু উলাশী প্রথম গোল করেন। এরপর ২৮ মিনিটে উলাশী একাদশের নাইজেরিয়ার খেলোয়াড় বেস্তা বাগআঁচড়া দ্বিতীয় গোল করে সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে ২৬ মিনিটে উলাশী একাদশের নাইজেরিয়ার খেলোয়াড় জেরী গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন। খেলার বাকি সময় আর কোন দল গোল করতে না পারায় উলাশী ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে শিরোপা জয় করে।
sportsmail24
খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন যশোর ফুটবল ফেডারেশনের রেফারি হুমায়ুন কবীর এবং সহকারী হিসাবে ছিলেন বশীর আহমেদ ও সাইফুল ইসলাম।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়াম্যান সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ্দৌলা সরদার অলক, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান প্রমুখ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন উলাশী ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত নাইজেিেরয়ার খেলোয়াড় জুলু। প্রথম পুরস্কার হিসাবে বিজয়ীদের হাতে একটি ফ্রিজ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

জামাল হোসেন, যশোর।


শেয়ার করুন :