সৌম্য সরকারের গায়ে হলুদ

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০
সৌম্য সরকারের গায়ে হলুদ

গঙ্গাবরণের মধ্য দিয়ে গায়ে হলুদ আর শুদ্ধ গঙ্গাজলে স্নাত হলেন বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার। আত্মীয়-অনাত্মীয় পরিবেষ্টিত ও ঢাকঢোল, কাশীর বাদ্য আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরার মধ্য কাটিয়ার ‘লাল সবুজ’ বাড়িটি।

সৌম্যকে হলুদ মাখিয়ে বরণ করে গঙ্গাজলে স্নিগ্ধ করে তোলা হয়। একই হলুদ নিয়ে কনে প্রিয়ন্তি দেবনাথ পূজার বাড়িতে যান স্বজনরা। সেই হলুদেই স্নাত হবেন কনে পূজা। বর সৌম্যকে আশীর্বাদ করেন বাবা-মা, আত্মিয়-স্বজনরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মঙ্গলধ্বনি ঢাক শাখ সানাই আর বাদ্য বাজনায় উদভাসিত হয়ে উঠে সৌম্যর বাড়ি। আবির রাঙা বাসন্তী বিকেলে বর সৌম্য সরকার তার সহযাত্রীদের নিয়ে রওনা হন খুলনায় কনের বাড়িতে।

গোধূলি লগ্নে সাতপাকে বাঁধা পড়ার পর শুক্রবার রাতে হবে বিবাহ পরবর্তী বৌভাত ও সংবর্ধনা অনুষ্ঠান। সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার জানান, বিবাহ শেষে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হবে বৌভাত। এর আগে গত শুক্রবার সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া এলাকায় নিজের বাড়িতে সম্পন্ন হয়েছে বর-কনের আশীর্বাদ।

জানা গেছে, কনের নাম প্রিয়ন্তী দেবনাথ পূজা। তাদের আদি বাড়ি পিরোজপুরে। বসবাস করেন খুলনায়। সৌম্যর স্ত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিংটাই প্রধান, তবে বোলিংয়েও জোর দিচ্ছেন সৌম্য

ব্যাটিংটাই প্রধান, তবে বোলিংয়েও জোর দিচ্ছেন সৌম্য

স্থগিত বা হস্তান্তর নয়, বাতিলের শঙ্কায় টোকিও অলিম্পিক

স্থগিত বা হস্তান্তর নয়, বাতিলের শঙ্কায় টোকিও অলিম্পিক

কন্যা সন্তানের বাবা হলেন শন উইলিয়ামস

কন্যা সন্তানের বাবা হলেন শন উইলিয়ামস

আশরাফুলের সাথে বাজে আচরণ করায় আল-আমিনকে জরিমানা

আশরাফুলের সাথে বাজে আচরণ করায় আল-আমিনকে জরিমানা