প্রতিবেশীদের হামলায় আহত সাবিনা, দুইজন গ্রেফতার

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১১:১৮ এএম, ০৬ এপ্রিল ২০২০
প্রতিবেশীদের হামলায় আহত সাবিনা, দুইজন গ্রেফতার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাতক্ষীরার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় প্রতিবেশীদের সঙ্গে তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবিনা খাতুন ও তার বোন সালমা খাতুন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান, শহরের জজকোর্ট সংলগ্ন সবুজবাগ এলাকায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় প্রতিবেশী ইমনের নেতৃত্বে অন্যরা হামলা চালায়।

আহত সাবিনা ও বোন সালমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করার পর ইমন হোসেন ও লতা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ।

২৬ বছর বয়সী জাতীয় নারী ফুটবল দলের ফরোয়ার্ড সাবিনা ক্লাব পর্যায়ে বসুন্ধরা কিংসের হয়ে খেলছেন। দেশের জার্সি গায়ে ৩৭ ম্যাচ খেলা সাবিনার গোলের সংখ্যা ১৯। দেশের বাইরে ইন্ডিয়ান্স উইমেন লিগের ক্লাব সেথু এফসি’র হয়েও খেলেন দেশের এই নারী ফরোয়ার্ড।

এস এম হাবিবুল হাসান/সাতক্ষীরা


শেয়ার করুন :


আরও পড়ুন

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

দেশে সকল খেলাধুলা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকবে

রোগীর বাড়িতে চিকিৎসক, প্রশংসিত মাশরাফির উদ্যোগ

রোগীর বাড়িতে চিকিৎসক, প্রশংসিত মাশরাফির উদ্যোগ

করোনার কারণে আটকে গেল লিজেল লির বিয়ে

করোনার কারণে আটকে গেল লিজেল লির বিয়ে

নারী অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত

নারী অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ স্থগিত