কোচ ও খেলোয়াড়দের সহায়তায় শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০২০
কোচ ও খেলোয়াড়দের সহায়তায় শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

প্রাণঘাতি করােনা ভাইরাসের ক্রান্তিকালে জেলার অস্বচ্ছল কোচ ও ফুটবল খেলোয়াড়দের মাঝে নগদ অর্থ প্রদান করেছে শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। সোমবার (২৭ এপ্রিল) জেলা ক্রীড়া সংস্থার সভা কক্ষে এ সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়শনের মহাসচিব এটিএম তরফদার রুহুল আমিন শেরপুর জেলার অস্বচ্ছল ফুটবল কোচ ও সাবেক ফুটবল খেলোয়াড়দের জন্য এ অর্থ বরাদ্দ করেন। শেরপুর জেলা ফুটবল অ্যাসােসিয়েশনের সভাপতি মানিক দত্ত কোচ ও খেলোয়াড়দের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় বিডিডিএফ-এর মহাসচিব এটিএম তরফদার রুহুল আমিনকে ধন্যবাদ জানিয়ে সভায় মানিক দত্ত বলেন, পর্যায়ক্রমে সকল অস্বচ্ছল ফুটবল খেলোয়াড়দের সহযোগিতা করা হবে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে সাধ্যমত অর্থ সহযোগিতা করবো।
sportsmail24
সভায় এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. নাজিমুল হক নাজিম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি ও শেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য মো. শরিফুর রহমান, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি খোরশেদ আলম, কোষাদক্ষ্য মো. জিন্নত আলী, সদস্য বদরুল হক রেজভী, মাহাবুব রানা, সদস্য মোস্তফা কামাল মুস্তু প্রমুখ উপস্থিত ছিলেন।

হাকিম বাবুল/শেরপুর

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল

রেফারি বাবুর জার্সি ২ লাখ টাকায় কিনতে চান ব্যবসায়ী তমাল

সাতক্ষীরায় অসহায় মানুষের পাশে ফুটবলার সাবিনা

সাতক্ষীরায় অসহায় মানুষের পাশে ফুটবলার সাবিনা

হিজড়াদের পাশে মোসাদ্দেক হোসেন

হিজড়াদের পাশে মোসাদ্দেক হোসেন

৯১ ক্রীড়াবিদের পাশে তামিম ইকবাল

৯১ ক্রীড়াবিদের পাশে তামিম ইকবাল