শাহজাদ-তামিমের পর রিয়াদের ঝড়, রান পাহাড়ে ঢাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ পিএম, ২১ জানুয়ারি ২০২২
শাহজাদ-তামিমের পর রিয়াদের ঝড়, রান পাহাড়ে ঢাকা

দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবালের দুর্দান্ত ব্যাটিংয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় সংগ্রহ গড়লো মিনিস্টার গ্রুপ ঢাকা। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৬ উইকেটে ১৮৩ রানের স্কোর গড়েছে ঢাকা। ব্যাট হাতে শাহজাদের ৪২ এবং তামিম ইকবালের ৫০ রানের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে আসে ৩৯ রান।

শুক্রবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম। ফলে প্রথমে ব্যাট করতে নামে মিনিস্টার গ্রুপ ঢাকা।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে মিনিস্টার গ্রুপ ঢাকা। ব্যাট হাতে মোহাম্মদ শাহজাদ ও তামিম ইকবাল ছাড়াও শেষ দিকে ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৪২ বলে ৭টি চারের মারে ৫০ রান করেন তামিম ইকবাল। এছাড়া ২৭ বলে ৮টি চারের মারে ৪২ রান করেন মোহাম্মদ শাহজাদ।

ব্যাট হাতে উইকেটে নেমে ২০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার এ ইনিংসে ২টি চারের মার ছাড়া ৩টি ছক্কার মার ছিল। এছাড়া দলের পক্ষে ব্যাট হাতে মোহাম্মদ নাঈম ৯, আন্দ্রে রাসেল ৭, জহুরুল ইসলাম ১২ রান করেন। আর ব্যাট হাতে শুভাগত হোম ৯ এবং ইসুরু উদানা ৬ রানে অপরাজিত ছিলেন।

অন্যদিকে, খুলনার পক্ষে বল হাতে ৩টি উইকেট শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া থিসারা পেরেরা একটি উইকেট শিকার করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

রোডসকে বিদায় করেছিল বিসিবি, তার কাছেই শিখতে চান সালাউদ্দিন

বিপিএলে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হতে চান ডু প্লেসিস

বিপিএলে আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হতে চান ডু প্লেসিস

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়