খুলনাকে হারিয়ে ঢাকাকে পেছনে ফেললো বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১০ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
খুলনাকে হারিয়ে ঢাকাকে পেছনে ফেললো বরিশাল

চার ম্যাচে দুই জয়ে সমান চার পয়েন্ট নিয়েও ফরচুন বরিশালের চেয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলে উপরে ছিল খুলনা টাইগার্স। তবে সেটি আর রইলো না। মুখোমুখি লড়াইয়ে মুশফিকের খুলনাকে হারিয়ে এক লাফে তৃতীয় স্থানে ওঠে গেছে সাকিব আল হাসানের বরিশাল। খুলনা ছাড়াও মিনিস্টার ঢাকাকেও পেছনে ফেলেছে বরিশাল।

সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এটা প্রথম যে, টস জিতে প্রথম ব্যাটিং করা কোন দল।

ব্যাট করতে নেমে খুলনার বোলারদের বোলিং তোপে ১৮ দশমিক ৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় সাকিবের দল। দলের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৫ রান করেন নাজমুল হাসান শান্ত। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে ৪১ রানের ইনিংস। এছাড়া বাকি সবাই ছিলেন যাওয়া-আসার মাঝে।

জয়ের জন্য ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালের বোলাদেরও তোপের মুখে পড়ে খুলনার ব্যাটাররা। ১০ ওভার শেষে খুলনার দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে মাত্র ৩৫ রান। শেষ দিকে ব্যাট হাতে ইয়াসির আলি লড়াই করলেও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৯ রানে সংগ্রহ গড়লেও ৬ রানে হেরে যায় খুলনা।

বিপিএলের ১৪তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের সাথে ডোয়াইন ব্রাভোকে ব্যাট হাতে ইনিংস শুরুতে পাঠায় বরিশাল। প্রথম ওভারে ১ রান আসলেও পেসার খালেদ আহমেদের দ্বিতীয় ওভারের শুরুতেই দু’টি চার মারেন ব্রাভো। তবে তৃতীয় বলে উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৫ বল ৯ রান করা ব্রাভো।

নিজের চতুর্থ ওভারে বরিশাল শিবিরে আবারও ধাক্কা দেন খালেদ। দুর্দান্ত ডেলিভারিতে গেইলকে বোল্ড করেন খালেদ। ১টি চারে ৯ বলে ৪ রান করেন গেইল। দুই ক্যারিবীয়ানকে হারানোর ধাক্কা সামলে উঠার আগেই তৌহিদ হৃদয়কে হারায় বরিশাল। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হন হৃদয়।

৮ বলে মাত্র ৫ রান করেন হৃদয়। এতে ২৪ রানে ৩ উইকেট হারায় বরিশাল। দলের এ বিপর্যয় কাটিয়ে উঠতে নাজমুল হোসেন শান্তকে নিয়ে উইকেটে সেট হওয়ার চেষ্টা করেন সাকিব। তবে ১৭ বলে মাত্র ৬ রানে তুলতে পারেন সাকিব-শান্ত। অষ্টম ওভারের প্রথম বলে শ্রীলঙ্কার স্পিনার সেক্কুজে প্রসন্নকে ছক্কা মেরে বাউন্ডারি খড়া কাটান শান্ত। পরের ওভারে আরেক শ্রীলঙ্কান থিসারা পেরেরাকে ছক্কা মারেন সাকিব।

১০ ওভার শেষে ২ উইকেটে ৫৮ রান পায় বরিশাল। ১২ ও ১৩তম ওভারে ২৯ রান তুলেন সাকিব-শান্ত জুটি। ১৫তম ওভারের প্রথম চার বলে ১১ রান তুলেন সাকিব-শান্ত। চতুর্থ বলে ছক্কা হাকানোর পর পঞ্চম বলে ফিরেন সাকিব। পেসার কামরুল ইসলামের বলে মিড উইকেটে ইয়াসির আলিকে ক্যাচ দিয়ে ৪১ রানে আউট হন সাকিব। ২৭ বল খেলে ২টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

শুরুর ধাক্কা সামলে চতুর্থ উইকেটে ৫৮ বলে ৭৯ রানের জুটি গড়ে বরিশালের রান ১শতে নিয়ে যান সাকিব ও শান্ত। তবে কিছুক্ষণ পর উইকেটে সেট থাকা শান্তকে থামান পেরেরা। এবারও ক্যাচ নেন ইয়াসির। ৪০ বল খেলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন শান্ত। ১৫তম ওভারের প্রথম বলে দলীয় ১০৯ রানে শান্তর আউটের পর বরিশালের পরের দিকের ব্যাটাররা দলকে লড়াকু সংগ্রহ এনে দেন।

এছাড়া উইকেটরক্ষক নুরুল হাসান ৯ বলে ১০, আফগানিস্তানের মুজিবুর রহমান ৬ বলে ১২ রান করেন। ১৮ দশমিক ৫ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৪৫ রান করে বরিশাল। খুলনার খালেদ ৪১ রানে ৩ উইকেট নেন। কামরুল-ফরহাদ রেজা ২টি করে উইকেট নেন।

১৪৬ রানের লক্ষ্যে জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই চার মারেন খুলনার ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে বাউন্ডারি আদায় করে নিয়ে টি-টোয়েন্টিতে ৩ হাজার রান পূর্ণ করেন আরেক ওপেনার সৌম্য সরকার।

এরপর ২৩ বল কোন বাউন্ডারি পায়নি খুলনা। পাওয়ার প্লের শেষ ওভারে বাউন্ডারির দেখা পায় তারা। এতে ৬ ওভার শেষে মাত্র ২২ রান তুলতে সক্ষম হয় খুলনা। সপ্তম ওভারের তৃতীয় বলে বরিশালের অধিনায়ক সাকিবের বলে ছক্কা মারতে গিয়ে লং-অনে শান্তকে ক্যাচ দেন সৌম্য। ৩টি চারে ২২ বলে ১৩ রান করেন তিনি।

খুলনার প্রথম উইকেট শিকারের পর রনি তালুকদারকে বোল্ড করেন সাকিব। ৬ রান করেন রনি। পরের ওভারে ফ্লেচারের বিদায় নিশ্চিত করেন ব্রাভো। ওই ওভারেই পেরেরার উইকেটও তুলে নেন ব্রাভো। ফ্লেচার ২৩ বলে ১২ ও পেরেরা ৪ রান করেন। ১০ ওভার শেষে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে মহাচাপে পড়ে খুলনা।

মহাচাপ থেকে দলকে বের করতে কাউন্টার অ্যাটাক করেন ছয় নম্বরে নামা ইয়াসির আলি। খুলনার বোলারদের উপর চড়াও হন তিনি। অন্যপ্রান্তে ধীরলয়ে এগিয়েছেন মুশফিক। তাই ১৭ ওভার শেষেও ১শতে পৌঁছাতে পারেনি খুলনার ইনিংস। এতে শেষ ৩ ওভারে ৪৯ রান দরকার পড়ে খুলনার।

১৮তম ওভারে মুশফিকের ১টি করে চার-ছক্কায় ১৩ রান পায় খুলনা। ১৯তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি তুলে নেন মুশি। তবে শফিকুল ইসলামের পরের বলে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন তিনি। ২২ বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন মুশফিক।

ওই ওভারের চতুর্থ বলে ছক্কা আসে ইয়াসিরের ব্যাট থেকে। এতে ১৯তম ওভারে ১৫ রান তুলে খুলনা। তাই জিততে শেষ ওভারে ২১ রানের প্রয়োজন পড়ে খুলনার।

ব্রাভোর করা শেষ ওভারের দ্বিতীয় বলে চার মারেন প্রসন্ন। তবে পরের বলে আউট হন তিনি। আর শেষ বলে ছক্কা মারেন ইয়াসির। শেষ ওভার থেকে ১৪ রানের বেশি নিতে পারেনি খুলনা। এতে ম্যাচ হারে তারা। ৬ উইকেটে ১৩৯ রান করে খুলনা।

৩৪ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৫৭ রান করেন ইয়াসির। বরিশালের ব্রাভো ৪০ রানে ৩টি উইকেট নেন। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। ম্যাচ সেরা হয়েছেন বরিশালের সাকিব আল হাসান।

এ জয় ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে ফরচুর বরিশাল। অন্যদিকে, ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে নেমে গেছে খুলনা টাইগার্স। আর নিজেদের তিন ম্যাচে সবগুলোতেই জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লার হ্যাটট্রিক জয়, মিরাজ কাণ্ডের পর হারলো চট্টগ্রাম

কুমিল্লার হ্যাটট্রিক জয়, মিরাজ কাণ্ডের পর হারলো চট্টগ্রাম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে একসাথে কোচ ও অধিনায়ক পরিবর্তন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে একসাথে কোচ ও অধিনায়ক পরিবর্তন

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা

মুশফিকের রিভার্স সুইপ, তীরে গিয়ে বরিশালের কাছে হারলো খুলনা