চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে একসাথে কোচ ও অধিনায়ক পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে একসাথে কোচ ও অধিনায়ক পরিবর্তন

নিজেদের মাঠে নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পরিবর্তে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টস করতে নামেন অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলাম। জানা যায়, নিজের খেলায় মনোযোগ দিতে নেতৃত্ব থেকে সরে গেছেন মিরাজ। অধিনায়কত্ব থেকে মিরাজের সরে যাওয়া তথ্য প্রকাশের কিছুক্ষণ পর বেরিয়ে আসে আরেক নতুন খবর। শুধু অধিনায়ক নন, চট্টগ্রামের কোচও পরিবর্তন করা হয়েছে।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট সানরাইজার্সের বিপক্ষে ১৬ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ওই ম্যাচে আগে চট্টগ্রাম শিবিরে ঘটে এমন ঘটনা।

দলের নেতৃত্বে মিরাজ না থাকা প্রসঙ্গে টসের পর নাঈম বলেন, “মিরাজ নিজের খেলায় মনোযোগ দিতে চায়। মূলত এ কারণে সে (মিরাজ) অধিনায়কত্ব করছে না।” যদিও মিরাজের মুখ থেকে এখনো কোন তথ্য পাওয়া যায়নি।

মিরাজের অধিনায়কত্ব পরিবর্তনের খবরের পর নতুন তথ্য বের হয় যে, তা হলো- চলে গেছেন প্রধান কোচ পল নিক্সন। তার জায়গায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচের দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট।

কোচ-অধিনায়কের পরিবর্তনের বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেন চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম। তিনি বলেন, “চট্টগ্রামের অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাঈম ইসলাম। আর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন শন টেইট।”

হঠাৎ পরিববর্তনের কারণ হিসেবে তিনি বলেন, “নিক্সন তার কাউন্টি দল লেস্টারশায়ারে ফিরে গেছেন। ফলে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন পেস বোলিং কোচ শন টেইট। আর মিরাজের জায়গায় নাঈমকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন বিদায়ী কোচ নিক্সন।”

নিক্সনের চলে যাওয়া কাউন্টির অজুহাত দাঁড় কড়ালেও মিরাজের নেতৃত্ব থেকে সরি যাওয়া নিয়ে তৈরি হয়ে ধোয়াশা। বিপিএলের পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত শীর্ষে থাকা দলটি মিরাজের নেতৃত্বে তিন ম্যাচে দুটিতেই জয় তুলে নিয়েছিল।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

বিপিএল অভিষেকেই মৃত্যুঞ্জয়ের হ্যাটট্টিক

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

নিজেদের মাঠে খুলনার কাছে হারলো চট্টগ্রাম

নিজেদের মাঠে খুলনার কাছে হারলো চট্টগ্রাম

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়

মিরাজের ঘূর্ণিতেও পারলো না চট্টগ্রাম, উদ্বোধনী ম্যাচেই বরিশালের জয়