চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের সেরা পাঁচ

আরিফুল হক বিজয় আরিফুল হক বিজয় প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২২
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের সেরা পাঁচ

মঙ্গলবার (১ জানুয়ারি) শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা। ইতিমধ্যে দলগুলো বন্দরনগরী চট্টগ্রাম ছেড়ে ঢাকা পৌঁছে গেছে। ঢাকা থেকে ফিরতি যাত্রায় তাদের গন্তব্য সবুজে ঘেরা ‘চায়ের দেশ’ সিলেট। চট্টগ্রাম পর্বের শুরু থেকেই হাই স্কোরিং ম্যাচে বেশ জমে উঠেছিল লড়াই।

দলগত লড়াইয়ের পাশাপাশি রান এবং উইকেট শিকারের লড়াইটাও হয়েছিল বেশ জমজমাট। সিলেট পর্ব শুরু হওয়ার আগে একনজরে দেখে নেয়া যাক চট্টগ্রাম পর্ব শেষে সেরা পাঁচ রান এবং উইকেট সংগ্রাহকের তালিকা।

ঢাকা পর্ব শেষে রানের তালিকায় শীর্ষে ছিলেন মাহদুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রামে গিয়ে তাকে হটিয়ে সেই জায়গা দখল করেছেন চট্টলার ঘরের ছেলে তামিম ইকবাল। রিয়াদ নেমে এসেছেন তিনে। ৬ ম্যাচ শেষে ৫২ দশমিক ৪০ গড়ে তামিমের রান এখন ২৬২। সর্বোচ্চ অপরাজিত ১১১। দুইয়ে আছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস। ৭ ম্যাচ শেষে ৩১ দশমিক ৮৫ গড়ে তার রান ২২৩। সর্বোচ্চ ইনিংস ৬৯।

তিনে থাকা মাহমুদউল্লাহর রান ৬ ম্যাচে ১৯৪। সর্বোচ্চ অপরাজিত ৭০। গড় ৪৮ দশমিক ৫০। চারে আছেন বেনি হাওয়েল। ৭ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ১৬১ রান। গড় ৩২ দশমিক ২০। তালিকার পাচ নাম্বার নামটা তরুণ টাইগার তুর্কি আফিফ হোসেনের। ৭ ম্যাচে তার ঝুলিতে আছে ১৫৮ রান। গড় ২২ দশমিক ৫৭।

একনজরে সেরা পাঁচ রান সংগ্রাহক (চট্টগ্রাম পর্ব)
তামিম ইকবাল - ২৬২
উইল জ্যাকস - ২২৩
মাহমুদউল্লাহ রিয়াদ - ১৯৪
বেনি হাওয়েল - ১৬১
আফিফ হোসেন - ১৫৮

চট্টগ্রাম পর্ব শেষে উইকেট শিকারিদের তালিকায় এসেছে বিরাট পরিবর্তন। ঢাকা পর্বে সেরা পাঁচের ভিতরেই ছিলেন না সাকিব আল হাসান। চট্টগ্রাম পর্ব শেষে সেখানে এখন শীর্ষ নামটা তারই। ৬ ম্যাচ খেলে ওভারপ্রতি ৪ দশমিক ৭৬ রান দিয়ে সাকিব শিকার করেছেন ১০ উইকেট। গড় ১১ দশমিক ২০। দ্বিতীয় স্থানে আছেন তারই সতীর্থ ডোয়াইন ব্র্যাভো। ৫ ম্যাচে তার শিকার ১০ উইকেট। ইকোনোমি ৮ দশমিক ৫৭।

সাকিব ও ব্র্যাভোর সমানসংখ্যক ১০ উইকেট নিয়ে তালিকার তিন নাম্বারে আছেন খুলনার কামরুল ইসলাম রাব্বি। তিনি ওভার প্রতি রান দিয়েছেন ১০ দশমিক ৩৫। বল প্রতি রান দিয়েছেন ১৭ দশমিক ৬০। চারে আছেন নাসুম আহমেদ। ৭ ম্যাচে তিনি তুলে নিয়েছেন ৯ উইকেট।

নাসুম ওভার প্রতি রান দিয়েছেন ৬ দশমিক ৩ করে। বল প্রতি দিয়েছেন ১৭ দশমিক ৪৪। তালিকার শেষ নামটা মেহেদি হাসান মিরাজের। ৭ ম্যাচে নাসুমের সমান সংখ্যক ৯ উইকেট তার। ইকোনোমি ৭ দশমিক ৭০। গড় ২২ দশমিক ১১।

এক নজরে সেরা পাঁচ উইকেট সংগ্রাহক (চট্টগ্রাম পর্ব)
সাকিব আল হাসান - ১০
ডোয়াইন ব্র্যাভো - ১০
কামরুল ইসলাম রাব্বি - ১০
নাসুম আহমেদ - ৯
মেহেদি হাসান মিরাজ - ৯

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে বিপিএলের ঢাকা পর্বের সেরা পাঁচ

এক নজরে বিপিএলের ঢাকা পর্বের সেরা পাঁচ

বিপিএল যুক্ত হচ্ছে ডিআরএস, থাকবে আফগান সিরিজেও

বিপিএল যুক্ত হচ্ছে ডিআরএস, থাকবে আফগান সিরিজেও

বিপিএল খেলতে ঢাকায় মঈন আলি

বিপিএল খেলতে ঢাকায় মঈন আলি

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ মিরাজ, খেলবেন না বিপিএল

নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ মিরাজ, খেলবেন না বিপিএল