বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ চলাকালে বল টেম্পারিং-এর অপরাধে সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারাকে বড় শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গুরুতর অপরাধের দায়ে তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা এবং নামের পাশে তিনটি (৩) ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিসিবি। এ ঘটনার পর বোপারার বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান মাঠে দায়িত্ব পালনরত দুই আম্পায়ার। সেখানেই রবি বোপারাকে তিন ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।

ম্যাচ রেফারির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সিলেট সানরাইজার্স। সেখানেই তিন ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয় বিপিএল টেকনিক্যাল কমিটি। শাস্তি কমিয়ে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানার পাশাপাশি তিন ডিমেরিট পয়েন্ট পেয়েছেন বোপারা।

বিপিএল টেকনিক্যাল কমিটি ম্যাচ রেফারির দেওয়া সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখে। তবে বিপিএল টেকনিক্যাল কমিটির রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। তাই এ সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বিপিএলে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বরি বোপারা। 

সোমবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচে বল টেম্পারিং করেন রবি বোপারা। অন ফিল্ড আম্পায়ারের কাছে বিষয়টি ধরা না পড়লেও টিভি আম্পায়ারের নজর এড়ায়নি ঘটনাটি। সাথে সাথেই অন ফিল্ড আম্পায়ারের কাছে জানানো হয়।

এরপরেই প্রতিপক্ষ দলের অধিনায়কের মতামত নিয়ে বল পরিবর্তন করেন মাঠে দায়িত্বরত আম্পায়াররা। এছাড়াও সিলেট সানরাইজার্সকে শাস্তি স্বরুপ পাঁচ রান পেনাল্টি দেওয়া হয়।

বিপিএলের সব আসর মিলিয়ে প্রথমবারের মতো বল টেম্পারিং হল। আর এ ঘটনায় প্রথমবারের মতো শাস্তি পেলেন বোপারা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটকে বিদায় করে সবার আগে প্লে-অফে বরিশাল

সিলেটকে বিদায় করে সবার আগে প্লে-অফে বরিশাল

শ্বাসরুদ্ধকর জয়ে টিকে রইলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

শ্বাসরুদ্ধকর জয়ে টিকে রইলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

দলের বাজে অবস্থায় নেতৃত্ব হারালেন মোসাদ্দেক

দলের বাজে অবস্থায় নেতৃত্ব হারালেন মোসাদ্দেক

তাসকিনকে নিয়ে তৈরি শঙ্কাই সত্যি হলো

তাসকিনকে নিয়ে তৈরি শঙ্কাই সত্যি হলো