আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি জানেন না পাকিস্তানের রিজওয়ান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি জানেন না পাকিস্তানের রিজওয়ান

বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে দুই যুগ আগে। সারা বিশ্বে ২১ ফেব্রুয়ারীকে আলাদাভাবে পালন করা করা। পশ্চিমা দেশের অনেকেই এই বিশেষ দিনের জন্য এখন বাংলাদেশে আসে। ১৯৫২ সালে ভাষার জন্য রক্ত ঝড়িয়েছিলেন রফিক-শফিক-জব্বাররা।

পাকিস্তানের ঊর্দুকে মাতৃভাষা হিসাবে চাপিয়ে দেওয়াকে মেনে নিতে পারেনি বাঙালীরা। এই ভাষার মাসটি বাংলাদেশের জন্য বিশেষ কিছু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই মাসকে আলাদাভাবে স্মরণ করতে শুক্রবার বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল।

কিন্তু পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান জানালেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিনটা কি সেটা জানেন না তিনি। খেলোয়াড়রা কাল হাতে অ, আ, ক - লেখা কালো কাপড়ের আর্মব্যান্ড পড়ে মাঠে নেমেছিলেন। সেই ব্যান্ড ছিল রিজওয়ানের হাতেও কিন্তু কি কারনে এই আর্ম ব্যান্ড সেটাই জানতেন না তিনি।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার মোহাম্মদ রিজওয়ান সংবাদ সম্মেলনে এসেই জিজ্ঞাস করেন, ‘‘কেমন আছো? ভালো ভালো...।" অথচ পাকিস্তানের এই রিজওয়ান বাংলা ভাষা সম্পর্কে কিছুই জানেন না।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জিজ্ঞাসা করতে তিনি বলেন, ‘‘আমি জানি না আজ কি দিন। তবে বাংলাদেশের জন্য শুভ কামনা। দলে সবাই এই আর্মব্যান্ড পড়েছে এজন্য আমিও নিয়েছি। পুরো দলের জন্যই পড়েছি ব্যাজ।"

আন্তর্জাতিক মাতৃভাষা সম্পর্কে জানানো হয় রিজওয়ানকে। এ্ররপর তিনি বলেন, ‘‘ জানি না বলে আমি দু:খ প্রকাশ করছি। যদিও শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশ থেকে বরাবরই ভালোবাসা পেয়েছি। কোচিং স্টাফ, খেলোয়াড় ও বিশেষত বাংলাদেশের মানুষ। আমি এখানে পেশোয়ারের মতোই ভালোবাসা পাই। এখন যেখানে থাকি সেখান থেকে এখানকার ভালোবাসা আলাদা কিছু নেই।"

তিনি বলেন, ‘‘আপনি যেমন বলেছেন, আজ বাংলাদেশের ভাষা দিবস। আমি কয়েকটা ভাষা শিখেছি, ভালোবাসা, কেমন আছো, ভালো ভালো-এই ধরনের শব্দ।’

শুক্রবার ছিল বিপিএলের রিজওয়ানের শেষ ম্যাচ। মাঠ থেকেই তিনি বিমান বন্দরে চলে যান।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

রংপুরকে উড়িয়ে দিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা

রংপুরকে উড়িয়ে দিয়ে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা

প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতে মুখোমুখি রংপুর-কুমিল্লা

প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিতে মুখোমুখি রংপুর-কুমিল্লা

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত সিলেটের

খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত সিলেটের

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন

কোচ হাথুুরুসিংহেকে নিয়ে রোমাঞ্চিত তাসকিন