বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটের বিপক্ষে ঢাকার বড় সংগ্রহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯
বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটের বিপক্ষে ঢাকার বড় সংগ্রহ

ছবি : বিসিবি

ডান-হাতি ওপেনার এনামুল হক বিজয়ের হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রান করেছে মাশরাফি-তামিমের ঢাকা প্লাটুন। এনামুল ৪২ বলে ৬২ রান করেন। ঢাকায় প্রথম পর্বে এটিই শেষ ম্যাচ।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে সিলেট। ব্যাট হাতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও এনামুল। ৯ দশমিক ৪ বলে ৮৫ রানের সূচনা আনেন তামিম ও এনামুল। তামিম সতর্কতার সাথে খেলতে থাকলেও মারমুখী মেজাজে খেলেন এনামুল। ফলে ঢাকার রান তোলার গতিও ছিল গড়ে ৮ এর ওপরে।

২৮ বলে ৫টি চারে ৩১ রান করে ঢাকার প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন তামিম। শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৩ বলে ৭৪ রান করেছিলেন তামিম। তার বিদায়ের পর ইংল্যান্ডের লরি ইভান্সকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন এনামুল।

হাফ-সেঞ্চুরিও তুলে নেন বিজয়। ৪২ বল মোকাবেলায় ৮টি চার ও ১টি ছক্কায় ৬২ রান দেলোয়ার হোসেনের বলে মোসাদ্দে হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন এনামুল।

দলীয় ১১০ রানে এনামুল থামেন। ইভান্স ২১ বলে ২১ রানের ছোট ইনিংস খেলেন। মাঝে জাকের আলী ২টি ছক্কায় ১২ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন। ১৭ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১৫০ রানের কোটা স্পর্শ করে ঢাকা। এরপর জুটি বাঁধেন দুই বিদেশি শ্রীলঙ্কার থিসারা পেরেরা ও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। শেষ ১৬ বলে ৩২ রান যোগ করেন পেরেরা ও রিয়াজ।

শুক্রবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭ বলে অপরাজিত ৪২ রান করেছিলেন ম্যাচের পেরেরা। শনিবার ১টি চার ও ২টি ছক্কায় ১১ বলে ২২ রান করেন পেরেরা। ২টি ছক্কায় মাত্র ৭ বলে অপরাজিত ১৭ রান করেন রিয়াজ। সিলেটের নাঈম-এবাদত-মোসাদ্দেক-দেলোয়ার ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা প্লাটুন : ১৮২/৪, ২০ ওভার (এনামুল ৬২, তামিম ৩১, মোসাদ্দেক ১/১৬)।


শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লাকে হারিয়ে জয়ের দেখা পেল ঢাকা

কুমিল্লাকে হারিয়ে জয়ের দেখা পেল ঢাকা

প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন

তামিম-মাশরাফিকে দলে নিয়েছে ঢাকা প্লাটুন