প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম ম্যাচের পরাজয়ে ভয় পাচ্ছেন না মাশরাফি

বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রাজশাহী রয়্যালসের কাছে ৯ উইকেটে পরাজিত হয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন ঢাকা প্লটুন। তবে ম্যাচের পর মাশরাফি বলেন, একটি মাত্র হারেই ভয় পাওয়ার কিছু নেই।

দলে দুইজন এ+ ক্যাটাগরির খেলোয়াড় ও বিশ্বের বেশ কয়েকজন মারকুটে ক্রিকেটার দলভুক্ত করে টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটের তকমা গায়ে লাগানো ঢাকা প্রথমে ব্যাট করতে গিয়ে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করে। জবাবে ১৮.২ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী।

খেলা শেষে ঢাকার অধিনায়ক মাশরাফি বলেন, এ পরাজেয়র কোন অজুহাত নেই। টুর্নামেন্টটি বেশ বড়, তাই ঘুরে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে। আমরা কিছু ভুল করেছি, যা সংশোধন করতে হবে। সেটি করার জন্য পর্যাপ্ত সময় আমাদের হাতে আছে। আমরা পর্যাপ্ত রান সংগ্রহ করতে পারিনি, এবং অপ্রত্যাশিতভাবে কয়েকটি আউটের শিকার হয়েছি। আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।

তিনি বলেন, ‘কালকেই (শুক্রবার) আমাদের আরেকটি ম্যাচ, তাই আগের ম্যাচ নিয়ে চিন্তা করার পর্যাপ্ত সময় এ মুহূর্তে হাতে নেই। সময় গড়ালেই আমরা আজকের ভুলগুলো সংশোধন করে নেব।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) কুমিল্লা ওয়ারিয়র্সের মোকাবেলা করবে ঢাকা প্লাটুন। নিজেদের ম্যাচে রংপুর রেঞ্জার্সকে ১০৫ রানে হারানো দলটির বিপক্ষে ওই ম্যাচটি বেশ কঠিন হবে।

রাজশাহী রয়্যালসের বিপক্ষে ব্যাট হাতে ১০ বলে ১৮ রানের যোগান দেওয়া ছাড়া দলের জন্য আর কিছুই করতে পারেননি মাশরাফি। ওই রান দিয়ে লড়াই করা কঠিন হয়ে যায় ঢাকার বোলারদের। তিন ওভার বল করে ১৮ রান দিয়ে কোন উইকেটও পাননি মাশরাফি।

মাশরাফি বলেন, আমি মনে করি না বিবিপিএলের জন্য আমাকে কোন টার্গেট ঠিক করতে হবে। আমি যেটি করতে পারি সেটি হচ্ছে দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কারণ এ দলটি গঠনের জন্য ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ বিপুল অর্থ ব্যয় করেছে। সতরাং আমাদেরকেও এর ভালো প্রতিদান দিতে হবে।

তিনি বলেন, অন্য খেলোয়াড়দের মত আমিও সেরা পারফর্ম করতে চাই। আমি এটি বলতে চাই না যে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে আমার মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব কাজ করেছে। তবে যখন কোন খেলোয়াড় খেলা থেকে দূরে থাকে, সে অবশ্যই প্রথম ম্যাচে কিছু সমস্যায় পড়বে। আমার ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আশা করি তিন বা চার ম্যাচ পর সব ঠিক হয়ে যাবে।

এখনো পিঠের সমস্যা রয়েছে উল্লেখ করলেও সেটি নিয়ে বেশি ভাবতে চান না মাশরাফি। বলেন, কিছু খেলোয়াড়ের এ রকম সামান্য কিছু সমস্যা থাকবে এটিই স্বাভাবিক। এ রকম ছোটখাট সমস্যা অতীতেও আমি পার করে এসেছি। আশা করি সব ঠিক হয়ে যাবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী

ঢাকাকে ৯ উইকেটে হারালো রাজশাহী

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

মিডিয়াকে দোষ দিয়ে ভালো খেলার সুযোগ নেই : মাশরাফি

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

খুলনার কাছে ধরা খেল চট্টগ্রাম

মোস্তাফিজের জন্য এটিই সেরা সময় : হাবিবুল বাশার

মোস্তাফিজের জন্য এটিই সেরা সময় : হাবিবুল বাশার