বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৯
বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

অধিনায়কের সাথে মেহেদী হাসান, ছবি : বিসিবি

জাতীয় দলের হয়ে মাত্র একটি টি-২০ খেলেছেন স্পিনার মেহেদী হাসান। নিজেকে মেলে ধরতে পারেননি। তবে ঘরোয়া আসরে যেকোন ফরম্যাটে বেশ উপযোগী খেলোয়াড় তিনি। সেটির প্রমাণও দিয়েছেন। তার ব্যাটিং নৈপূণ্যে সোমবার কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে নিজের জাত চেনান মেহেদী। কিন্তু বিপিএল নিয়ে আক্ষেপও রয়েছে তার।

মেহেদী বলেন, ‘আসলে দেশি খেলোয়াড়েরা এ টুর্নামেন্টে তেমন সুযোগ পায় না। সব ফ্র্যাঞ্চাইজিরা বিদেশিদের ওপর নির্ভরশীল থাকে যে ওরা সব কিছু করতে পারবেই। দেশিদের সেভাবে সুযোগ না দিলে আমরা শিখবো কীভাবে। আমাদের শেখার একটা অপশন থাকতে হবে, এমন বড় ইভেন্টে। এই অপশনটা থাকে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারা সবসময় বিদেশিদের উপর বেশি আস্থা রাখে।’

শারীরিকভাবে শক্তিশালী বলেই বিপিএলে বিদেশিরা বেশি সুযোগ পান জানান মেহেদী, ‘আমরা একটু পিছিয়ে আছি, শারীরিক শক্তির দিক থেকে। বিদেশি সবাইকে দেখেন ওরা অনেক শক্তিশালী। আমরা যেটা চার মারি, ওরা সেটা ছয় মারে। পার্থক্যটা এখানেই। এই জন্যই ওরা এগিয়ে যাচ্ছে।’

তবে দেশি খেলোয়াড়রা ভালো করছে বলে মনে করেন। মেহেদী বলেন, ‘সবমিলিয়ে বলব যে দেশি খেলোয়াড়রা এতোটা খারাপও করছে না। তারা সুযোগ যেটা পাচ্ছে মোটামুটি ভালোই করছে। এই জায়গা বোলারদের জন্য খুবই চ্যালেঞ্জি। তো ব্যাটসম্যানদের জন্য খুব ভালো ছিল দ্বিতীয় পর্বটা। দেশি ব্যাটসম্যানদের জন্য অনেক কিছু শেখার আছে। এ রকম উইকেট পাওয়া মুশকিল। মিরপুর-সিলেট যাই বলেন চট্টগ্রামে বেশি ব্যাটিং সহায়ক উইকেট। এখান থেকে শিখতে পারলে আমাদের জন্য কাজে দেবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

মেহেদীর বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ে ফিরলো ঢাকা

মেহেদীর বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ে ফিরলো ঢাকা

‘প্রথম প্রথম এমনই হয়’

‘প্রথম প্রথম এমনই হয়’

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

পেসারদের মধ্যে একটা চ্যালেঞ্জ কাজ করছে : হাসান

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক

মাথায় তুলবেন না, আমার অনুরোধ : মুশফিক