বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০০ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯
বিপিএলে চট্টগ্রামের পর্বে ছিল রানের বন্যা

বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব ছিল রান বন্যায়। ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচে হয়েছিল ২ হাজার ৩০৭ রান। আর চট্টগ্রাম পর্বের ১২ ম্যাচে রান হয়েছে ৪ হাজার ১৮৩।

চট্টগ্রাম পর্বে পাঁচটি ইনিংসে দু’শতাধিক রান হয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দু’বার), ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার। ঢাকা পর্বে সর্বোচ্চ দলীয় রান ছিল ৪ উইকেটে ১৮২।

চট্টগ্রাম পর্বে দু’ব্যাটসম্যান সেঞ্চুরিও করেন। দু’জনই বিদেশি। সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের ডেভিড মালান। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বন্দর নগরী চট্টগ্রাম পর্ব শেষে আবারও ঢাকার ফিরছে বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় পর্ব। এর আগে ১১-১৪ ডিসেম্বর ঢাকায় হয়েছিল প্রথম পর্ব।

ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (২৭ ডিসেম্বর)। এ দিন দু’টি ম্যাচে মাঠে নামকে চারটি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা প্লাটুন। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স।

ঢাকা দ্বিতীয় পর্ব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার দ্বিতীয় পর্ব শেষে ২ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে ৪ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএলের লড়াই। এরপর আবারও ঢাকা পর্ব শুরু হবে ৭ জানুয়ারি। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু বিপিএল।

বঙ্গবন্ধু বিপিএলে ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচ এবং চট্টগ্রাম পর্বে ১২ ম্যাচে মোট ২০ ম্যাচে নিজেদের ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে রাজশাহী রয়্যালস এবং ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ঢাকা প্লাটুন।

এছাড়া ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে খুলনা টাইগার্স, ৬ ম্যাচে ২ জয়ে পঞ্চম স্থানে কুমিল্লা ওয়ারিয়র্স, ৬ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সিলেট থান্ডার এবং ৫ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করেছ রংপুর রেঞ্জার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

আফিফ-লিটনের প্রশংসা করলেন কোচ ওয়াইজ শাহ

পাকিস্তানে শুধু টি-২০ সিরিজ খেলতেই অনড় বিসিবি

পাকিস্তানে শুধু টি-২০ সিরিজ খেলতেই অনড় বিসিবি