অবশেষে থামলেন রাবাদা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৯ অক্টোবর ২০২০
অবশেষে থামলেন রাবাদা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ২৫ ম্যাচে উইকেট নেওয়ার পর অবশেষে থামলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন রাবাদা।

চলমান আসরসহ আইপিএলে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত পর্যন্ত মোট ৩০টি ম্যাচ খেলেছেন রাবাদা। যার মধ্যে টানা ২৫ ম্যাচে উইকেট শিকারের পর মঙ্গলবারের ম্যাচে উইকেটশূন্য ছিলেন তিনি।

সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪ ওভারে ৫৪ রান, ছিলেন উইকেট শূন্য। ২০১৭ সালে নিজের প্রথম আইপিএল আসরেও হায়দারাবাদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন তিনি। এরপর থেকে টানা ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন রাবাদা।

রাবাদার আগে আইপিএলে টানা উইকেট শিকারের আগের রেকর্ডটি ছিল ভারতীয় পেসার বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচ উইকেট নিয়েছিলেন বিনয়। এছাড়াও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ২০১৫ থেকে ২০১৭ মৌসুম পর্যন্ত টানা ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সুমনের দৃষ্টি এখন আন্তর্জাতিক ক্রিকেটে

সুমনের দৃষ্টি এখন আন্তর্জাতিক ক্রিকেটে

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা