এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫০ এএম, ২৮ অক্টোবর ২০২০
এলপিএলে বিদেশি ক্রিকেটারদের নাম প্রত্যাহারের হিড়িক

প্রাণঘাতি করোনাভাইরাসের মাঝে কঠোর বিধি-নিষেধের কারণে কয়েক দফা পিছিয়ে ২৯ নভেম্বর () থেকে শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। তবে শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিলেন বেশ কয়েকজন বিদেশি তারকা ক্রিকেটার। তারা হলন- আন্দ্রে রাসেল, ফাফ দু প্লেসিস, ডেভিড মালান, ডেভিড মিলার ও মানবিন্দর বিসলা।

এলপিএলের আগে বাংলাদেশের সাথে টেস্ট সিরিজ খেলার কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেটারদের। তবে দেশটির কঠোর কোয়ারেন্টাইন ইস্যুতে টাইগারদের সফরটি স্থগিত করা হয়েছে। একই কারণে এলপিএলে খেলতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে খেলার অনুমতি দেয়নি বিসিবি।

এদিকে এলপিএলের প্লেয়ার ড্রাফটের পর পরই চূড়ান্ত করা হয় দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। যা ২৭ নভেম্বর থেকে শুরু হওয়ার সূচি রয়েছে। আর এলপিএল শুরু হবে ২১ নভেম্বর।

জানা গেছে, জাতীয় দলের খেলার কারণে এলপিএলে খেলছেন না ফাফ দু প্লেসিস, মিলার ও মালান। আর আন্দ্রে রাসেল খেলছেন না চোটের কারণে। যদিও হাঁটুর চোটের কারণে কলকাতার হয়ে ১৮ অক্টোবরের পর তাকে মাঠে দেখা না গেলেও এখনও দলের সঙ্গে রয়েছেন। এছাড়া বিসলার নাম প্রত্যাহারের কারণ জানা যায়নি।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, শ্রীলঙ্কায় ১৪ দিনের কঠোর কোয়ারেন্টিন নিয়মের কারণে বিদেশি ক্রিকেটাররা এলপিএলে খেলতে আগ্রহ হারাচ্ছেন। যার কারণে ড্রাফটের পরও ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো বিদেশি ক্রিকেটার খুঁজছে। এখন আরও পাঁচজন নাম প্রত্যাহার করা তাদের বিকল্পও খুঁজতে হবে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত

এলপিএলে গেইল-রাসেল-আফ্রিদিদের দল চূড়ান্ত

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা

ব্যাটে ঝড় তুলে পান্ডিয়ার বর্ণবাদ বিরোধী বার্তা

প্রেসিডেন্ট’স কাপে কার কার হাতে ‍উঠলো পুরস্কার

প্রেসিডেন্ট’স কাপে কার কার হাতে ‍উঠলো পুরস্কার

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তার পদত্যাগ