আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ এএম, ১০ এপ্রিল ২০২১
আইপিএলের ১৪তম আসর দেখা যাবে যেসব চ্যানেলে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর শুরু হচ্ছে আজ শুক্রবার (৯ এপ্রিল)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এ ম্যাচ।

ভারতের অনুষ্ঠিত আইপিএলের এবারের আসরে সবগুলো ম্যাচ বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে। সেগুলো হলো- স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস টু, গাজী টিভি (জিটিভি) ও জলসা মুভিজে।

এছাড়া র‌্যাবিটহোলবিডির সৌজন্যে স্পোর্টসমেইল২৪.কমের ওয়েবসাইট থেকেও আইপিএলের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে। স্পোর্টসমেইল২৪.কম-এর ওয়েবসাইট থেকে আইপিএল দেখতে পাবেন এই লিঙ্কে- আইপিএল লাইভ।

টানা তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে উদ্বোধনী দিন বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বাই। অন্যদিকে, এবি ডি ভিলিয়ার্স ও ম্যাক্সওয়েলরা মাঠে নামছে বিরাট কোহলির নেতৃত্বে। প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলাই তাদের লক্ষ্য।

করোনার জন্য গত বছর আইপিএল আরব আমিরাতে হলেও এবার ভারতেই হচ্ছে এবারের আইপিএল। গত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার থাকলেও এবারের আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান খেলছেন।

এবারের আইপিএলে মোট ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ৫৬ ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে প্লে-অফের খেলা। ৩০ মে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এবারের আসরের বেশিরভাগ খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে দিনের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

১৪তম আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান

আইপিএল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভগান

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

‘সাকিব তিনে খেললে প্লে-অফে খেলবে কলকাতা’

এক নজরে কোহলির ব্যাঙ্গালোর

এক নজরে কোহলির ব্যাঙ্গালোর