যুব বিশ্বকাপ মাতিয়ে আইপিএলে কোটিপতি ব্রেভিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
যুব বিশ্বকাপ মাতিয়ে আইপিএলে কোটিপতি ব্রেভিস

যুব বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে মাতিয়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। হয়েছিলেন যুব বিশ্বকাপের সেরা খেলোয়াড়। সেখানে দারুণ পারফর্মেন্সের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

যুব বিশ্বকাপ মাতানো প্রোটিয়া ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস এখনও জাতীয় দলে ডাক পাননি। তার আগেই আইপিএলের নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি হয়েছিল। শেষ পর্যন্ত ব্রেভিসকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ব্রেভিসকে দলে ভেড়াতে মুম্বাই ইন্ডিয়ান্স তিন কোটি রুপি খরচ করেছে। অথচ তার ভিত্তিমূল্য ছিল মাত্র ২০ লাখ রুপি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্রেভিস ছিলেন সর্বোচ্চ সংগ্রাহক। বিশ্বকাপ চলাকালীনই ক্রিকেট বিশ্বে তাকে নিয়ে তৈরি হয়েছিল আলোচনা। দুর্দান্ত ব্যাটিং শৈলীতে তাকে ‘বেবি ডি ভিলিয়ার্স’ হিসেবে অ্যাখ্যায়িত করে।

ব্রেভিসের এই অতিমানবীয় পারফর্মেন্সে আইপিএলের দল তার দিকে নজর ফেরাতে বাধ্য করে। এর ফলেই তিন কোটি রুপি দাম পেয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে না লেখালেও এখনই আইসিসির জানুয়ারি সেরার ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন তিনি। এতেই নিজের আগমণী বার্তা দিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :