কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১৪ মার্চ ২০২২
কোহলির সাথে খেলা প্রতিটা তরুণ ক্রিকেটারের স্বপ্ন : অনুজ রাওয়াত

ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি শুধু একটি নামই নয়, অজস্র তরুণ ক্রিকেটারের অনুপ্রেরনাও। কোহলির সঙ্গে এক দলে খেলতে পারাটাও অনেক তরুণের কাছে স্বপ্নের মতো একটা ব্যাপার। এই ব্যাপারটা আরেকবার জানালেন দিল্লির তরুণ উইকেটকিপার ব্যাটার অনুজ রাওয়াত।

অনুজ রাওয়াত নামটা অনেকের কাছে অপরিচিত লাগতে পারে। কিন্তু যারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২১সালের আসর কিংবা ১৫তম আসরের নিলামে চোখ রেখেছেন তাদের কাছে অনেকটাই চেনা। নিলামে দিল্লির এই তরুণকে ৩.৪০ কোটি রূপিতে কিনে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

অনুজের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বিরাট কোহলির সাথে এক দলে খেলা। এবার ব্যাঙ্গালুরু দলে সুযোগ পাওয়ায় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছে। ভারতের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেটাই জানালেন এই তরুণ ক্রিকেটার।

অনুজ বলেন, ‘প্রত্যেক তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে বিরাট কোহলির সঙ্গে একই দলে খেলার। আমারও সবসময় সেই স্বপ্ন ছিল। আমি সত্যিই কৃতজ্ঞ যে সেই স্বপ্নটি এ বছরই বাস্তবায়িত হতে চলেছে। আমি তার সঙ্গে দেখা করেছি। আমি যখন রাজস্থানে ছিলাম, তার থেকে কিছু ব্যাটিং টিপস নিয়েছিলাম।’

দিল্লীর ২২ বছর বয়সী এই তরুণ আরও বলেন, ‘আমি তার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। তিনি খেলার কিংবদন্তি। শুধু ক্রিকেট নয়, আমি তাকে সামগ্রিক জীবন সম্পর্কে জিজ্ঞাসা করেছি। কীভাবে তিনি দিল্লিতে খেলার দিনগুলি থেকে নিজেকে ভারতের অন্যতম ক্রিকেটারে পরিনত করেছিলেন।’

এবার কোহলির থেকে অনেক কিছু জানতে ও শিখতে চান জানিয়ে অনুজ বলেন, ‘আমি খুব খুশি যে আমি এখন তার সাথে কথা বলার জন্য অনেক সময় পাবো। ক্রিজে দীর্ঘ সময় টিকে থাকার জন্য এবং ফিটনেস ঠিক রাখার জন্য পরামর্শ নিতে চাই। আমি বিরাট কোহলির সাথে ব্যাটিং করতে চাই।’

আইপিএলের আগের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন অনুজ। এবার নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২০ লাখ ভারতীয় রূপি। কিন্তু ৩.৪০ কোটিতে তাকে কিনে চমকে দেয় ব্যাঙ্গালুরু। এতোটা আশা করেননি জানিয়ে তিনি বলেন, ‘আমি এত বেশি আশা করিনি। আমি সত্যিই খুশি।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস

কোহলিকেই ব্যাঙ্গালুরুর শক্তি মানছেন ডু প্লেসিস

স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি