স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১০ পিএম, ০৪ মার্চ ২০২২
স্বপ্নের নায়কের কাছ থেকে শততম টেস্টের ক্যাপ পেলেন কোহলি

ক্রিকেট ইতিহাসের ৭১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। শততম টেস্টের সেই বিশেষ ক্যাপ কোহলির হাতে তুলে দিয়েছেন তারই ছোটবেলার স্বপ্নের নায়ক রাহুল দ্রাবিড়। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ভারতের সফলতম এই অধিনায়ক।

এখনও মাঝে মাঝেই শোনা যায়, ১৫ বছর বয়সে রাহুল দ্রাবিড়ের সাথে তোলা একটি ছবি এখনও নিজের ঘরে ঝুলিয়ে রেখেছেন বিরাট। সেই স্বপ্নের নায়কের কাছ থেকে থেকেই বিরাট পেলেন নিজের শততম টেস্টের স্মারক।

শুক্রবার (৪ মার্চ) মোহালিতে নিজের শততম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। এ ম্যাচ শুরুর আগে তার হাতে বিশেষ স্মারক তুলে দেয় দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিসিসিআইয়ের হয়ে বিরাট কোহলিকে তার হাতে স্মারক তুলে দেন রাহুল দ্রাবিড়। এ সময় বিরাট কোহলির সাথে ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

কোহলির হাতে স্মারক তুলে দিয়ে বিরাট কোহলিকে শুভকামনা জানান রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘বিরাট আমি জানি যখন তুমি ছোটবেলায় খেলা শুরু করেছিলে, তখন ভারতের হয়ে একটা টেস্ট খেলতে চেয়েছিলে। আজকে (শুক্রবার) এখানে ১০০ টেস্টের সামনে দাঁড়িয়ে। তোমার দারুণ একটা যাত্রা ছিল। তুমি গর্ব করতে পারো শুধু ১০০ টেস্টের জন্য না, পুরো যাত্রাটার জন্যই।’

কোহলি তার নিজ যোগ্যতায় শততম টেস্ট খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন বলেও জানান এই কিংবদন্তি ক্রিকেটার। তিনি বলেন, ‘এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আশা করি এটা আরও বড় কিছুর শুরুর যাত্রা। আমরা ড্রেসিং রুমে যেমন বলেছি, এটাকে দ্বিগুণ করো।’

মোহালিতে এই টেস্ট দিয়েই অধিনায়কত্ব পরবর্তী টেস্ট ক্যারিয়ার শুরু করলেন বিরাট কোহলি। এ ম্যাচেই ভারতের অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছেন রোহিত শর্মা।

স্পোর্টসমেইল২৪/পিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল যুগে শততম টেস্ট, তরুণদের অনুপ্রেরণা নিতে বললেন কোহলি

আইপিএল যুগে শততম টেস্ট, তরুণদের অনুপ্রেরণা নিতে বললেন কোহলি

কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় দল : রোহিত শর্মা

কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নয় দল : রোহিত শর্মা

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

কোহলির বিষয়ে সাংবাদিকদের একহাত নিলেন অধিনায়ক রোহিত

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি

নেতা হতে অধিনায়ক হওয়ার প্রয়োজন নেই : বিরাট কোহলি