আইপিএলের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৯ পিএম, ১২ এপ্রিল ২০২২
আইপিএলের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বোলিং লাইন আপের অন্যতম ভরসা হয়ে দাঁড়িয়েছেন ওয়াশিংটন সুন্দর। তবে ইনজুরির কারণে তাকে নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনটাই জানিয়েছে হায়দরাবাদের টিম ম্যানেজমেন্ট। 

ইনজুরির কারণে হায়দরাবাদের সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন না ওয়াশিংটন সুন্দর। গুজরাট টাইটান্সের বিপক্ষে এই ম্যাচে শেষেই হায়দরাবাদের কোচ টম মুডি জানিয়েছেন, অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন তিনি।

টম মুডি বলেন, ‘ওয়াশিংটন (সুন্দর) তার ডান হাতের তার বৃদ্ধাঙুলি এবং প্রথম আঙ্গুলের মধ্যে চোট পেয়েছে। আগামী দুই-তিন দিন এ বিষয়ে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আশা করি, এটি গুরুতর আঘাত নয়। আমি মনে করি যে, এটি স্বাভাবিক  হতে সম্ভবত এক সপ্তাহ বা তারও বেশি সময় লাগবে।’

সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন সুন্দরের জন্য ইনজুরির বিষয়টি বেশ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় দলে ছিলেন না ওয়াশিংটন। ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি।

এছাড়াও এর আগে আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্বেও খেলতে পারেননি এই স্পিনার। সেইবার পুরোটা সময় মাঠের বাইরে কাটিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর।

আইপিএলে হায়দরাবাদের জন্য বল হাতে বড় অস্ত্র ওয়াশিংটন। এখন পর্যন্ত আইপিএলে এবারের আসরে ৪ ম্যাচ খেলে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান।

ওয়াশিংটন সুন্দরের বিকল্প হিসেবে শ্রেয়াস গোপাল কিংবা জে সুচিথকে খেলাতে আগ্রহী হায়দরাবাদ। এছাড়াও বল হাতে আব্দুল সামাদও কার্যকর হতে পারেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

আইপিএলে নেই চেন্নাইয়ের ১৪ কোটির রুপির পেসার দীপক চাহার

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

আইপিএলে ইতিহাসের প্রথমবারের মতো ‘স্বেচ্ছায় আউট’

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা