আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০২২
আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে ম্যাচের পর ম্যাচ হেরেই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স। এ নিয়ে টানা চার ম্যাচ হারলো রোহিত শর্মার দল। এমন হারে হতাশ মুম্বাইয়ের অধিনায়ক। হতাশার সুরে রোহিত জানিয়েছেন, মুম্বাইয়ের সেরা দলটা নিয়েই তারা মাঠে নামছেন।

সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে সাত উইকেটে হেরেছে মুম্বাই। নয় বল বাকি থাকতেই মুম্বাইয়ের দেয়া ১৫২ রানের লক্ষ্য পার হয়ে যায় ব্যাঙ্গালুরু। দলের কেন এই বেহাল দশা সেটা জানেন না রোহিতও।

কম্বিনেশন নিয়ে মুম্বাইয়ের অধিনায়ক বলেন, ‘যে কম্বিনেশনটা আদর্শ হবে আমরা সেটা নিয়েই নামি। আমাদের স্কোয়াডে যা খেলোয়াড় আছে, সেখান থেকে সেরা খেলোয়াড়দের নিয়েই আমরা খেলছি।’

নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘আমি যতক্ষণ সম্ভব ব্যাট করতে চেয়েছিলাম কিন্তু ভুল সময়ে আউট হয়েছিলাম। এটা আমাদের কিছুটা ক্ষতি করছে। তবে আমরা চেষ্টা করেছি।’

ব্যাটিং বিপর্যয়ে পড়ার পরও দেড়শ রানের ঘর পার করে মুম্বাই। রোহিতের মতে এই রান মোটেই নিরাপদ নয়। তিনি বলেন, ‘এটা অবশ্যই ১৫০ রানের পিচ নয়। সূর্য (সূর্য্কুমার যাদব) আমাদের দেখিয়েছে যদি আপনি ঠিকভাবে ব্যাট করতে পারেন তবে রান আসবে।’

মুম্বাই অধিনায়কের চাওয়া ব্যাটাররা জ্বলে উঠুক। তাহলে বোলারদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। রোহিত বলেন, ‘আমরা চাই ব্যাটাররা গভীরভাবে ব্যাটিং করুক। আপনি যদি বোর্ডে ভালো রান পান তবে বোলারদের কিছু করার আছে।’

মুম্বাইয়ের পরের ম্যাচ ১৩ এপ্রিল (বুধবার)। সেদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে রোহিতরা। বর্তমানে ৪ ম্যাচে ৪ হার নিয়ে দশ দলের মধ্যে নয় নাম্বারে অবস্থান করেছে মুম্বাই।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


শেয়ার করুন :


আরও পড়ুন

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

হাসপাতালে শয্যাশয়ী মা, মাঠে দুর্দান্ত আবেশ খান

হাসপাতালে শয্যাশয়ী মা, মাঠে দুর্দান্ত আবেশ খান