মোস্তাফিজের দিল্লিতে আরও দু’জন করোনা আক্রান্ত, যাত্রা স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২২
মোস্তাফিজের দিল্লিতে আরও দু’জন করোনা আক্রান্ত, যাত্রা স্থগিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে করোনাভাইরাস মহামারির প্রভাব ঠেকাতে পুরো টুর্নামেন্টই আয়োজন করা হচ্ছে মহারাষ্ট্রে। এরপরেও করোনার আক্রমণ থেকে রেহাই পায়নি আইপিএল। মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। এ কারণে স্থগিত করা হয়েছে তাদের পুনে যাত্রা।

আইপিএল শুরুর পরপরই করোনা আক্রান্ত হন দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। আরটি পিসিআর টেস্টে করোনা পজিটিভ হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছে আইপিএল কর্তৃপক্ষ।

এরপরেই জানা গেল দিল্লি ক্যাপিটালসের আরও দুইজন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছে একজন বিদেশি ক্রিকেটার। বাকিজন টিম স্টাফ। তবে করোনা আক্রান্ত হওয়া দুই সদস্যের পরিচয় প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ।

দুইজনের মধ্যেই করোনা উপসর্গ পাওয়ায় তাদেরকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেখানে পজিটিভ হওয়ার পর তাদের আরটি পিসিআর টেস্ট করানো হবে। আর বাকি ক্রিকেটারদেরকেও আরটি পিসিআর টেস্টের ফলাফল না আসা পর্যন্ত নিজ নিজ রুমে থাকতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, দিল্লির এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের শরীরে করোনার উপসর্গ দেখা যায়। এরপরেই তাকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেখানে পজিটিভ আসলে তাকে পালন করতে হবে আইসোলেশন। র‍্যাপিড টেস্টে পজিটিভ আসা সদস্য ছাড়াও দলের বাকি সদস্যদেরও করোনা টেস্ট করানো হবে।

এদিকে বুধবার (২০ এপ্রিল) পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি। এই কারণে সোমবার (১৮ এপ্রিল) পুনেতে যাওয়ার কথা ছিল দলটির। তবে দলে করোনার হানা দেওয়ায় সোমবারের যাত্রা স্থগিত করা হয়েছে। মঙ্গলবা  (১৯ এপ্রিল) আরটি পিসিআর টেস্টের ফলাফল পেলে নেওয়ার হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

আইপিএলের ১৫তম আসরের এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুই ম্যাচের জয়ের পাশাপাশি রয়েছে তিন হার। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে অবস্থান করছে দিল্লি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

ম্যাচ হেরে মোস্তাফিজকে ‘দায়ী’ করছেন দিল্লি অধিনায়ক

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক