সকল রেকর্ড ভাঙলো কলকাতা, মিচেল স্টার্ককে কিনলো ২৪ কোটি ৭৫ লাখে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৩
সকল রেকর্ড ভাঙলো কলকাতা, মিচেল স্টার্ককে কিনলো ২৪ কোটি ৭৫ লাখে

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে নিয়ে রেকর্ড সৃষ্টি করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল নিলামের কামিন্সের সেই রেকর্ড অবশ্য বেশিক্ষণ টিকতে দিলো না কলকাতা নাইট রাইডার্স। একই দেশের মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে তারা।

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন মিচেল স্টার্ক। তবে জাতীয় দলের হয়ে খেলার স্বার্থে আইপিএল থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপ জয়ের পর আইপিএলে ফিরেই করলেন বাজিমাত।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ২০২৪ আসরের জন্য নিলাম। যেখানে নিজের অধিনায়ক প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়ে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই রেকর্ড ১ ঘণ্টাও টিকলো না।

মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়ানোর ফলে কলকাতা নাইট রাইডার্স সেই রেকর্ড ভেঙে দেয়। আইপিএল ইতিহাসে মিচেল স্টার্ক এখন সর্বোচ্চ দামী ক্রিকেটার। এর আগে গত মৌসুমে স্যাম কারেনকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস। যা সর্বোচ্চ দামের রেকর্ড ছিল।


শেয়ার করুন :